ঢাকা , বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ওঠে গেল এ ক্যাটাগরির শেয়ারে আইসিবির বিনিয়োগ-সীমা

  • পোস্ট হয়েছে : ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • 6

পুঁজিবাজারে রাষ্ট্রীয় মালিকানার আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ (আইসিবি) এর বিনিয়োগ-সুবিধা বাড়ানো হয়েছে। তুলে নেওয়া হয়েছে ‘এ’ ক্যাটাগরির তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ারের জন্য সর্বোচ্চ ৫% বিনিয়োগের সীমা। এখন থেকে এ ক্যাটাগরির কোনো কোম্পানিতে যে কোনো অংকের অর্থ বিনিয়োগ করতে পারবে আইসিবি। তবে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য শেয়ার ধারণ এবং তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের ন্যুনতম শেয়ার ধারণ সংক্রান্ত বিএসইসির নোটিফিকেশন দুটি ব্যত্যয় করা যাবে না।

মঙ্গলবার (২২ এপ্রিল) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওই সীমা তুলে নেয়। এদিন অনুষ্ঠিত কমিশনের ৯৫২তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির পরিচালক এবং মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইসিবির অনুরোধের প্রেক্ষিতে মঞ্জুর করা এই অব্যাহতির লক্ষ্য বাজারের স্থিতিশীলতা বৃদ্ধি করা এবং মৌলিকভাবে সুস্থ ও প্রতিশ্রুতিশীল সিকিউরিটিজে বিনিয়োগ বৃদ্ধি করা। বিএসইসি আশা করছে যে এই পদক্ষেপ পুঁজিবাজারে তারল্য এবং বিনিয়োগকারীদের আস্থা সমর্থন করবে।

বাজারে টানা দরপতনের মুখে তারল্য ও বিনিয়োগ বাড়ানোর নানামুখী চেষ্টার অংশ হিসেবে আইসিবির বিনিয়োগ-সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসইসি। একইদিনে তারা বাজার পরিস্থিতি পর্যালোচনায় শীর্ষ ২০ ব্রোকারহাউজের সঙ্গে বৈঠক করে।

বিজনেস আওয়ার/ ২৩ এপ্রিল / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ওঠে গেল এ ক্যাটাগরির শেয়ারে আইসিবির বিনিয়োগ-সীমা

পোস্ট হয়েছে : ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

পুঁজিবাজারে রাষ্ট্রীয় মালিকানার আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ (আইসিবি) এর বিনিয়োগ-সুবিধা বাড়ানো হয়েছে। তুলে নেওয়া হয়েছে ‘এ’ ক্যাটাগরির তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ারের জন্য সর্বোচ্চ ৫% বিনিয়োগের সীমা। এখন থেকে এ ক্যাটাগরির কোনো কোম্পানিতে যে কোনো অংকের অর্থ বিনিয়োগ করতে পারবে আইসিবি। তবে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য শেয়ার ধারণ এবং তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের ন্যুনতম শেয়ার ধারণ সংক্রান্ত বিএসইসির নোটিফিকেশন দুটি ব্যত্যয় করা যাবে না।

মঙ্গলবার (২২ এপ্রিল) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওই সীমা তুলে নেয়। এদিন অনুষ্ঠিত কমিশনের ৯৫২তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির পরিচালক এবং মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইসিবির অনুরোধের প্রেক্ষিতে মঞ্জুর করা এই অব্যাহতির লক্ষ্য বাজারের স্থিতিশীলতা বৃদ্ধি করা এবং মৌলিকভাবে সুস্থ ও প্রতিশ্রুতিশীল সিকিউরিটিজে বিনিয়োগ বৃদ্ধি করা। বিএসইসি আশা করছে যে এই পদক্ষেপ পুঁজিবাজারে তারল্য এবং বিনিয়োগকারীদের আস্থা সমর্থন করবে।

বাজারে টানা দরপতনের মুখে তারল্য ও বিনিয়োগ বাড়ানোর নানামুখী চেষ্টার অংশ হিসেবে আইসিবির বিনিয়োগ-সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসইসি। একইদিনে তারা বাজার পরিস্থিতি পর্যালোচনায় শীর্ষ ২০ ব্রোকারহাউজের সঙ্গে বৈঠক করে।

বিজনেস আওয়ার/ ২৩ এপ্রিল / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: