ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীরে জঙ্গি হামলা, সমবেদনা জানিয়ে মোদিকে সমর্থন ট্রাম্পের

  • পোস্ট হয়েছে : ৭ মিনিট আগে
  • 3

বিজনেস আওয়ার ডেস্ক: ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।

আজ বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকনোমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।

এর আগে, মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের ওই হামলার প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘কাশ্মীরের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে।’

উল্লেখ্য, ভারত শাসিত জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলা হয়েছে। পর্যটকদের একটি দলের ওপর আচমকা গুলি চালায় বন্দুকধারীরা। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক জন।

মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় সময় আড়াইটার দিকে পর্যটনকেন্দ্র পহেলগামের একটি মাঠে জঙ্গিরা এলোপাতাড়ি গুলি চালায়। তিন নিরাপত্তা সূত্র নিহতের সংখ্যা যথাক্রমে ২০, ২৪ ও ২৬ বলে জানালেও সরকারিভাবে এখনও তা নিশ্চিত করা হয়নি।

বিজনেস আওয়ার/ ২৩ এপ্রিল / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কাশ্মীরে জঙ্গি হামলা, সমবেদনা জানিয়ে মোদিকে সমর্থন ট্রাম্পের

পোস্ট হয়েছে : ৭ মিনিট আগে

বিজনেস আওয়ার ডেস্ক: ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।

আজ বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকনোমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।

এর আগে, মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের ওই হামলার প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘কাশ্মীরের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে।’

উল্লেখ্য, ভারত শাসিত জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলা হয়েছে। পর্যটকদের একটি দলের ওপর আচমকা গুলি চালায় বন্দুকধারীরা। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক জন।

মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় সময় আড়াইটার দিকে পর্যটনকেন্দ্র পহেলগামের একটি মাঠে জঙ্গিরা এলোপাতাড়ি গুলি চালায়। তিন নিরাপত্তা সূত্র নিহতের সংখ্যা যথাক্রমে ২০, ২৪ ও ২৬ বলে জানালেও সরকারিভাবে এখনও তা নিশ্চিত করা হয়নি।

বিজনেস আওয়ার/ ২৩ এপ্রিল / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: