ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিএসইসিতে বড় পদক্ষেপ, একযোগে ২২ কর্মকর্তা বরখাস্ত

  • পোস্ট হয়েছে : ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • 5

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২২ জন কর্মকর্তাকে একযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একসঙ্গে এত কর্মকর্তাকে বরখাস্ত করার ঘটনা শেয়ারবাজারের ইতিহাসে প্রথম। এই সিদ্ধান্তের ফলে বাজারে ব্যাপক প্রতিক্রিয়া ও আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কমিশনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং বুধবার (৩০ এপ্রিল) তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিএসইসি সূত্রে জানা গেছে, বরখাস্তের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তারা বুধবার সকালে অফিসে এসে চিঠির মাধ্যমে জানতে পারেন। গত ৫ মার্চ সংস্থায় ঘটে যাওয়া বিশৃঙ্খল ঘটনার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম, উপপরিচালক বনী ইয়ামিন, আল ইসলাম, শহিদুল ইসলাম ও তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবীর, সাজ্জাদ হোসেন ও আবদুল বাতেন, লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী, ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ।

এর বাইরে রয়েছেন পরিচালক আবুল হাসান ও ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক মিরাজ উস সুন্নাহ, উপপরিচালক নান্নু ভূঁইয়া, সরকারি পরিচালক আমিনুর রহমান খান, তরিকুল ইসলাম ও সমির ঘোষ।

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে গত ৫ মার্চ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবিতে চেয়ারম্যান ও তিন কমিশনারকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

অবরুদ্ধের মধ্যেই সেনাবাহিনীর সদস্যরা এসে চেয়ারম্যান ও তিন কমিশনারকে উদ্ধার করেন। দাবি পূরণ না হওয়ায় চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে ৬ মার্চ কর্মবিরতিও পালন করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে, গত ৬ মার্চ রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএসইসির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী ছিলেন কমিশনের চেয়ারম্যানের নিরাপত্তাকর্মী গানম্যান আশিকুর রহমান। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ১৪ জনই এ মামলার অভিযুক্ত তালিকায় রয়েছেন।

বিজনেস আওয়ার/ ০১ মে / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিএসইসিতে বড় পদক্ষেপ, একযোগে ২২ কর্মকর্তা বরখাস্ত

পোস্ট হয়েছে : ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২২ জন কর্মকর্তাকে একযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একসঙ্গে এত কর্মকর্তাকে বরখাস্ত করার ঘটনা শেয়ারবাজারের ইতিহাসে প্রথম। এই সিদ্ধান্তের ফলে বাজারে ব্যাপক প্রতিক্রিয়া ও আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কমিশনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং বুধবার (৩০ এপ্রিল) তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিএসইসি সূত্রে জানা গেছে, বরখাস্তের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তারা বুধবার সকালে অফিসে এসে চিঠির মাধ্যমে জানতে পারেন। গত ৫ মার্চ সংস্থায় ঘটে যাওয়া বিশৃঙ্খল ঘটনার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম, উপপরিচালক বনী ইয়ামিন, আল ইসলাম, শহিদুল ইসলাম ও তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবীর, সাজ্জাদ হোসেন ও আবদুল বাতেন, লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী, ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ।

এর বাইরে রয়েছেন পরিচালক আবুল হাসান ও ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক মিরাজ উস সুন্নাহ, উপপরিচালক নান্নু ভূঁইয়া, সরকারি পরিচালক আমিনুর রহমান খান, তরিকুল ইসলাম ও সমির ঘোষ।

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে গত ৫ মার্চ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবিতে চেয়ারম্যান ও তিন কমিশনারকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

অবরুদ্ধের মধ্যেই সেনাবাহিনীর সদস্যরা এসে চেয়ারম্যান ও তিন কমিশনারকে উদ্ধার করেন। দাবি পূরণ না হওয়ায় চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে ৬ মার্চ কর্মবিরতিও পালন করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে, গত ৬ মার্চ রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএসইসির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী ছিলেন কমিশনের চেয়ারম্যানের নিরাপত্তাকর্মী গানম্যান আশিকুর রহমান। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ১৪ জনই এ মামলার অভিযুক্ত তালিকায় রয়েছেন।

বিজনেস আওয়ার/ ০১ মে / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: