বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়রবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ৪২টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ৩৫টি কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) ইপিএস পাওয়া গেছে। এরমধ্যে ইপিএস বেড়েছে ১১টি কোম্পানির। ডিএসই ও সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিলস, বাংলাদেশ অটোকারস, বিডি ল্যাম্পস, ডমিনেজ স্টিল, ইফাদ অটোস, নাহী অ্যালুমিনিয়াম, কেঅ্যান্ডকিউ, মুন্নু এগ্রো মেশিনারি, রংপুর ফাউন্ড্রি এবং কেডিএস এক্সেসরিজ ।
বিএসআরএম লিমিটেড
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৫৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪ টাকা ৯২ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ২ টাকা ৫৩ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ টাকা ৩১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১১ টাকা ১৭ পয়সা।
বিএসআরএম স্টিলস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ৩২ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১ টাকা ১৩ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৭ টাকা ৪৩ পয়সা।
বাংলাদেশ অটোকারস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৪ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ টাকা ১২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১১ পয়সা।
বিডি ল্যাম্পস
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৩৬ পয়সা। অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১২ টাকা ৬ পয়সা।
ইফাদ অটোস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১০ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫ পয়সা।
ডমিনেজ স্টিল
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৩ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১ পয়সা।
নাহী অ্যালুমিনিয়াম
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১২ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ২ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮৩ পয়সা।
কেঅ্যান্ডকিউ
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৬ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৭৭ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৫ পয়সা।
মুন্নু এগ্রো মেশিনারি
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা (ডিল্যুটেড)। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪৬ পয়সা (ডিল্যুটেড)।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ডিল্যুটেড-ইপিএস হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। আগের বছরের একই সময়ে ১ টাকা ৬৩ পয়সা ডিল্যুটেড ইপিএস হয়েছিল।
রংপুর ফাউন্ড্রি
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৯০ পয়সা আয় হয়েছিল। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৯ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে ৩ টাকা ০৭ পয়সা আয় হয়েছিল।
কেডিএস এক্সেসরিজ
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪৯ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৪০ পয়সা।
বিজনেস আওয়ার/ ০৩ মে / এ এইচ