বিনোদন ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার সংসারে নতুন অতিথি আসছে। মানে- মা হতে যাচ্ছে শোভিতা। গত জানুয়ারিতে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্য।
এ তারকার দম্পতির বিয়ের পাঁচ মাসের মাথায় সুখবর তাদের সংসারে সংসারে নতুন সদস্য আসছে। এমন খবর ছড়িয়ে পড়তেই আলোচনা শুরু হয় নাগা- শোভিতাকে নিয়ে। তবে আসল সত্য ঘটনা প্রকাশ করলেন নাগা ও শোভিতার পারিবারিক সূত্র।
দর্শকের একাংশের দাবি, ইদানীং বেশির ভাগ সময়েই ঢিলেঢালা পোশাক পরছেন শোভিতা। তাই দেখে অনেকেই ধরে নিয়েছেন, এবার বোধ হয় সুখবর দিতে যাচ্ছেন অভিনেত্রী। কিছুদিন আগে ‘ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট’-এ উপস্থিত হয়েছিলেন এ তারকা দম্পতি। সে ছবি প্রকাশ্যে আসার পর আলোচনা বহুগুণে বৃদ্ধি পায়। যদিও এ নিয়ে নাগা ও শোভিতা এখনো কোনো কথা বলেননি। তবে তার একটি পারিবারিক সূত্র বিষয়টিকে গুজব বলে জানিয়েছেন।
সূত্র থেকে জানা গেছে, ‘শোভিতা মোটেই অন্তঃসত্ত্বা নন। শোভিতা ঢিলেঢালা পোশাক পরেছিলেন ঠিকই। কিন্তু মাতৃত্বকালীন পোশাক পরেননি।’
শোভিতা-নাগা র ব্যক্তিগত জীবন নিয়ে বার বার সংবাদের শিরোনাম হয়েছে। সামান্থা রুথ প্রভুর সঙ্গে দীর্ঘদিন প্রেমের পরে বিয়ে করেছিলেন নাগা। কিন্তু সেই সম্পর্কে থাকাকালেই নাকি নাগার জীবনে শোভিতা ধরা দেন। এরপর ২০২১ সালে নাগা ও সামান্থার বিচ্ছেদ হয়ে যায়। গত বছর শোভিতার সঙ্গে বাগদান সম্পন্ন করেন নাগা। চলতি বছরের শুরুতে তারা বিয়ের পিঁড়িতে বসেন।
বিজনেস আওয়ার/ ০৫ মে / রানা