বিজনেস আওয়ার ডেস্ক: সুদানের পোর্ট সুদান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। তবে কী কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বা সেখানে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত নয়। খবর আল জাজিরার।
শহরের প্রধান সামুদ্রিক বন্দরের আশেপাশের এলাকা থেকে ধোঁয়ার কালো কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। সেখানে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। সুদানের রাজধানী খার্তুম থেকে আল জাজিরার হিবা মরগান জানিয়েছেন, বন্দর নগরীর বাসিন্দারা জানিয়েছেন, আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) বেশি কিছু ড্রোন একটি জ্বালানি ডিপো এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাদের ধারণা আবারও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তারা শহরের একটি জ্বালানি ডিপো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে বন্দর এবং বিমান ঘাঁটির আশেপাশেও হামলা চালানো হয়েছে।
সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে সংঘাত সেখানে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট তৈরি করেছে। পোর্ট সুদানে সাম্প্রতিক হামলার ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে জাতিসংঘ এবং অন্যান্য সহায়তা সংস্থাগুলোর পাশাপাশি সেনাবাহিনী-সমর্থিত সরকারি মন্ত্রণালয়গুলো সদর দপ্তর স্থাপন করেছে।
এর আগে গত এপ্রিলে সুদানে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় শতাধিক মানুষ নিহত হয়। দেশটিতে প্রায় দুবছর ধরে আরএসএফ এবং সুদানি সশস্ত্র বাহিনীর মধ্যে ক্ষমতার জন্য লড়াই চলছে। উভয় পক্ষের বিরুদ্ধেই সাধারণ মানুষ হত্যার অভিযোগ উঠেছে। সম্প্রতি আরএসএফের আল-জাজিরাহ অঞ্চলের কমান্ডার সেনাবাহিনীর পক্ষে যোগ দেওয়ার পর থেকে হামলার মাত্রা আরও বেড়ে গেছে।
বিজনেস আওয়ার/ ০৬ মে / হাসান