বিনোদন ডেস্ক: ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে এসব অভিযোগ তোলেন তিনি।
এরপর সেদিন রাত ৯ টার দিকে এক সংবাদ সম্মেলনে এসকল অভিযোগের জবাব দেন শামীম। অভিনেতার দাবি, প্রিয়াঙ্কার এসব অভিযোগ মিথ্যা। অভিনেত্রী প্রিয়াঙ্কার অভিযোগ, নানা অকথ্য ভাষায় হুমকি দিতেন শামীম। তার গায়েও নাকি হাত তুলতেন অভিনেতা। শুধু তাই নয়, মাদক গ্রহণ করে অভিনেত্রীর সঙ্গে বাজে আচরণ করতেন বলেও অভিযোগ আনেন তিনি।
প্রিয়াঙ্কার ভাষ্য, ‘অভিনেতা শামীম হাসান সরকার একটা সিন চলাকালিন আমার সঙ্গে খুবই বাজে আচরণ করেছেন। আমার গায়ে হাত তুলতো। প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিত। একটান গাঁজা খেয়ে আবার সিন করত।’
প্রিয়াঙ্কার এসব অভিযোগের পর সংবাদমাধ্যমে মুখ খোলেন শামীম হাসান। অভিনেতা বলেন, ‘মাদক সেবনের অভিযোগ খুব গুরুতর। আমাদের শুটিং হাউজের সব জায়গায় সিসি ক্যামেরা আছে আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিডিয়া ছেড়ে দেব।’
এছাড়া অভিনেত্রীর গায়ে হাত তোলার বিষয়ে তিনি বলেন, ‘আমার অভিনয় জীবনের ১০ বছর চলছে। এ জীবনে আমি কারও গায়ে কখনো হাত তুলিনি।’
শামীম বলেন, ‘যিনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিলেন তিনি একটি নাটকের লটে আমার সঙ্গে আগেও কাজ করেছেন। আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। গত পরশুদিন থেকে ওই নাটকের নতুন লটের শুটিং শুরু হয়েছে। তিনি সেটে এসেই রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এ সময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে গিয়ে কারো, শুটিং সেটে এসব চলবে না। শুধু এতটুকুই।’
শামীম হাসান সরকার আরও বলেন, ‘একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। একটা মিথ্যা বিষয় আমি কখনো ছেড়ে দেব না। আগে আমার পরিবার শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলব, যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটাই হবে।’
বিজনেস আওয়ার/ ০৭ মে / রানা