স্পোর্টস ডেস্ক: তারা শুক্রবার রাতের কোনো এক সময় রাওয়ালপিন্ডি তথা পাকিস্তান ছেড়ে আরব আমিরাত যাবেন, তা জানা হয়ে গিয়েছিল আগেই। যে কথা সেই কাজ। শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতে পাকিস্তান ছেড়ে সংযুক্ত আরব আমিরাত পৌঁছে গেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা।
পিএসএল কভার করতে যাওয়া দুই বাংলাদেশি সাংবাদিক তাসফিক পলক ও মাশরুর প্রত্যয়ও দুবাই গেছেন। এদিকে বাংলাদেশের দুই ক্রিকেটার ও সাংবাদিক রাওয়ালপিন্ডি ছাড়ার ঠিক ২ ঘণ্টা পরই ভারতের বিমান হামলার শিকার হয়েছে রাওয়ালপিন্ডি।
পিএসএল কভার করতে যাওয়া ক্রিকফ্রেঞ্জির সাংবাদিক তাসফিক পলক জানিয়েছেন, আমরা রাওয়ালপিন্ডি ছেড়ে যাওয়ার ঠিক ২ ঘন্টা পরই সে শহরে বোমা বর্ষণ করে ভারত। নিশ্চিতভাবেই বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন মহান সৃষ্টিকর্তা।
কয়েকদিন ধরেই ভারত ও পাকিস্তান এক দেশ আরেক দেশের ওপর বিমান হামলা, মিসাইল নিক্ষেপ আর ড্রোন ছুড়েই চলছে। যার প্রভাবে বন্ধ হয়ে গেছে আইপিএল আর পিএসএল।
শুরুতে শোনা গিয়েছিল, পিএসএল পাকিস্তান থেকে চলে যাবে আরব আমিরাতে। সেই অনুযায়ী, গতকাল (শুক্রবার) রাতেই দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ-নাহিদ রানাসহ ৪২ বিদেশি ক্রিকেটার, সব কোচিং-সাপোর্টিং স্টাফ ও আম্পায়ার পাকিস্তান ছেড়ে দুবাই চলে আসেন। এরই মধ্যে খবর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ পিএসএল।
বিজনেস আওয়ার/ ১০ মে / রানা