বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি—যমুনা ব্যাংক ও ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন আজ সোমবার (১২ মে) থেকে স্পট মার্কেটে শুরু হবে। স্পট মার্কেটে এই লেনদেন চলবে আগামীকাল ১৩ মে (মঙ্গলমবার) পর্যন্ত।
এই দুই দিন কোম্পানিগুলোর শেয়ার স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে। অর্থাৎ এ সময় সাধারণ লেনদেনের পরিবর্তে শেয়ারগুলো সরাসরি হস্তান্তরযোগ্য প্ল্যাটফর্মে কেনাবেচা হবে এবং সেটেলমেন্টের সময়সীমাও সংক্ষিপ্ত হবে—সাধারণত একদিনের মধ্যে।
এই দুই কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মে (বুধবার)। রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
আগামী ১৫ মে (বৃহস্পতিবার) থেকে কোম্পানি দুটির শেয়ার লেনদেন যথানিয়মে চালু হবে।
বিজনেস আওয়ার/ ১২ মে / এ এইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: