ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কখন ওয়ানডে থেকে অবসর নেবেন, জানালেন রোহিত

  • পোস্ট হয়েছে : ৯ মিনিট আগে
  • 2

স্পোর্টস ডেস্ক: ২০২৪ সালের জুনে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত শর্মা। এরপর গেল কয়েকদিন আগে টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়ান ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় ডানহাতি ব্যাটার।

টেস্ট অবসর ঘোষণা করে দেওয়া সোস্যাল মিডিয়া পোস্টে রোহিত জানান, তিনি ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন। তবে কতদিন ৫০ ওভারের ফরম্যাটে খেলবেন, সেটি জানাননি। যে কারণে ভক্তদের কৌতূহল থেকেই যায়।

রোহিতের বর্তমান মানসিকতা বিবেচনায় বোঝাই যাচ্ছে যে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে চোখ রয়েছে তার। যদিও রোহিত নিজে কী চাইছেন সেটা বড় কথা নয়, বিসিসিআই তথা জাতীয় নির্বাচকরা রোহিতকে নিয়ে কী ভাবছেন, সেটাই গুরুত্ব পায় সবার আগে।

এমন পরিস্থিতিতে রোহিত নিজের ওয়ানডে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে একটি বার্তা দেন। কবে ৫০ ওভারের ফরম্যাটকে বিদায় বলবেন সেটা বুঝিয়ে দেন নিজের কথায়। ভারতীয় সাংবাদিক বিমল কুমারের সঙ্গে আলোচনায় রোহিত জানান, তিনি এখনও দলে অবদান রাখতে পারছেন বলে মনে করেন।

রোহিত বলেন, ‘আমি যেভাবে খেলতে অভ্যস্ত, সেভাবেই খেলবো। আগে আমি প্রথম ১০ ওভারে ৩০টা বল খেলে ১০ রান করতাম। তবে এখন যদি আমি ২০টা বল খেলি তাহলে আমার মনে হয় যে, ৩০-৩৫ এমনকি ৪০ রান তুলতে পারব না কেন? যেদিন ব্যাট চলে, ১০ ওভারে ৮০ রান মন্দ কী? এখন আমার দৃষ্টিভঙ্গি এমনটাই।’

রোহিত আরও বলেন, ‘আমি এমনটা আগেও করেছি। আসলে এখন আমি ভিন্নভাবে ক্রিকেট খেলতে চাই। আমি কোনও কিছুকেই নিশ্চিত বলে ধরে নিচ্ছি না। এমনটা নয় যে, আমি ২০-৩০ রান করব এবং খেলা চালিয়ে যাব। যেদিন আমার মনে হবে যে, আমি যেটা করতে চাইছি, মাঠে সেটা করতে পারছি না, সেদিন খেলা ছেড়ে দেব। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে, আমি যেটা করছি, সেটা দলের কাজে লাগছে।’

এখনও পর্যন্ত ভারতের হয়ে ২৭৩টি ওয়ানডে খেলেছেন রোহিত। ২৬৫ ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন ১১১৬৮ রান। ৩২টি সেঞ্চুরির পাশাপাশি তার রয়েছে ৫৮টি হাফসেঞ্চুরি।

বিজনেস আওয়ার/ ১২ মে / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কখন ওয়ানডে থেকে অবসর নেবেন, জানালেন রোহিত

পোস্ট হয়েছে : ৯ মিনিট আগে

স্পোর্টস ডেস্ক: ২০২৪ সালের জুনে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত শর্মা। এরপর গেল কয়েকদিন আগে টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়ান ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় ডানহাতি ব্যাটার।

টেস্ট অবসর ঘোষণা করে দেওয়া সোস্যাল মিডিয়া পোস্টে রোহিত জানান, তিনি ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন। তবে কতদিন ৫০ ওভারের ফরম্যাটে খেলবেন, সেটি জানাননি। যে কারণে ভক্তদের কৌতূহল থেকেই যায়।

রোহিতের বর্তমান মানসিকতা বিবেচনায় বোঝাই যাচ্ছে যে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে চোখ রয়েছে তার। যদিও রোহিত নিজে কী চাইছেন সেটা বড় কথা নয়, বিসিসিআই তথা জাতীয় নির্বাচকরা রোহিতকে নিয়ে কী ভাবছেন, সেটাই গুরুত্ব পায় সবার আগে।

এমন পরিস্থিতিতে রোহিত নিজের ওয়ানডে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে একটি বার্তা দেন। কবে ৫০ ওভারের ফরম্যাটকে বিদায় বলবেন সেটা বুঝিয়ে দেন নিজের কথায়। ভারতীয় সাংবাদিক বিমল কুমারের সঙ্গে আলোচনায় রোহিত জানান, তিনি এখনও দলে অবদান রাখতে পারছেন বলে মনে করেন।

রোহিত বলেন, ‘আমি যেভাবে খেলতে অভ্যস্ত, সেভাবেই খেলবো। আগে আমি প্রথম ১০ ওভারে ৩০টা বল খেলে ১০ রান করতাম। তবে এখন যদি আমি ২০টা বল খেলি তাহলে আমার মনে হয় যে, ৩০-৩৫ এমনকি ৪০ রান তুলতে পারব না কেন? যেদিন ব্যাট চলে, ১০ ওভারে ৮০ রান মন্দ কী? এখন আমার দৃষ্টিভঙ্গি এমনটাই।’

রোহিত আরও বলেন, ‘আমি এমনটা আগেও করেছি। আসলে এখন আমি ভিন্নভাবে ক্রিকেট খেলতে চাই। আমি কোনও কিছুকেই নিশ্চিত বলে ধরে নিচ্ছি না। এমনটা নয় যে, আমি ২০-৩০ রান করব এবং খেলা চালিয়ে যাব। যেদিন আমার মনে হবে যে, আমি যেটা করতে চাইছি, মাঠে সেটা করতে পারছি না, সেদিন খেলা ছেড়ে দেব। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে, আমি যেটা করছি, সেটা দলের কাজে লাগছে।’

এখনও পর্যন্ত ভারতের হয়ে ২৭৩টি ওয়ানডে খেলেছেন রোহিত। ২৬৫ ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন ১১১৬৮ রান। ৩২টি সেঞ্চুরির পাশাপাশি তার রয়েছে ৫৮টি হাফসেঞ্চুরি।

বিজনেস আওয়ার/ ১২ মে / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: