স্পোর্টস ডেস্ক : বয়স যতো বাড়ছে ততোই যেন গোলক্ষুধা পেয়ে বসেছে সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন। এবারও শেষ মুহুর্তে গোল করে এসি মিলানকে পরাজয়ের হাত থেকে বাঁচালেন ইব্রা।
ঘরের মাঠে নির্ধারিত সময় শেষেও হালাস ভেরোনার বিপক্ষে ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল স্তেফানো পিওলির শিষ্যরা। ম্যাচের তখন অতিরিক্ত তৃতীয় মিনিটের খেলা চলছে। রেফারির শেষ বাঁশি বাজানোর আগে গোল করে মিলানকে পরাজয় থেকে বাঁচান ইব্রা।
এর আগে ম্যাচের ষষ্ঠ মিনিটে আন্তোনিন বারাকের গোলে এগিয়ে যায় ভেরোনা। সমতায় ফিরতে মরিয়া মিলান ফের পিছিয়ে পড়ে ১৯তম মিনিটে, দাভিদ কালাব্রিয়ার আত্মঘাতি গোলে।
২৭তম মিনিটে ভেরোনার মাগনানির আত্মঘাতি গোলে ব্যবধানটা ২-১ হয়ে যায়। এই ড্রয়েও সিরি’আ লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকার শীর্ষস্থান অটুট রেখেছে এখন পর্যন্ত অপরাজিত মিলান।
বিজনেস আওয়ার/০৯ নভেম্বর, ২০২০/এ