বিনোদন ডেস্ক: এখনকার রাজনৈতিক পরিস্থিতিতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে পাকিস্তানের তারকাদের বয়কটের ডাক উঠেছে। সেই দাবিতে সাড়া দিয়ে বড় সিদ্ধান্ত ‘সনম তেরি কসম ২’ সিনেমার নির্মাতা রাধিকা রাও এবং বিনয় সাপ্রুর। তাদের সিনেমা থেকে বাদ দেওয়া হলো পাকিস্তানে অভিনেত্রী মাওরা হুসাইনকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা লেখেন, ‘দেশ, রাজ্য, বাসিন্দাদের উপর যেকোনো ধরনের সন্ত্রাসই ঘৃণ্য। পাকিস্তানের যেসব তারকারা ভারতে কাজ করেছেন, ভালোবাসা পেয়েছেন এমন সময়ে তাদের নীরবতা যন্ত্রণা দেয়। কেউ কেউ তো আবার একধাপ এগিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের সমালোচনা করেছে। তবে আমরা সবসময় সরকারের সিদ্ধান্তের পাশে আছি। কারণ, দেশ সবসময় সকলের আগে। জয় হিন্দ।’
২২ এপ্রিল ধর্ম পরিচয়ে ভারতের কাশ্মীরের পহেলগামের বৈসরনে জঙ্গি হামলা চালানো। এতে প্রাণ হারান ২৬ জন। তারপর থেকে উত্তাল হয়ে যায় পুরো ভারত। এ পরিস্থিতিতে যদিও ‘সনম তেরি কসম’ সিনেমার অভিনেত্রী মাওরা হুসাইন প্রতিবাদে গর্জে ওঠেন। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে পহেলগামে হামলার কথা উল্লেখ করেননি ঠিকই। তবে নিহতদের প্রতি শোকপ্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। একজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজের অর্থ আমাদের সবার উপর আঘাত হানার সমান। এই বিশ্বে এসব কেন ঘটছে?’
তবে তা সত্ত্বেও ভারতীয় সিনেমা থেকে পাকিস্তানের অভিনেতাদের বয়কটের ডাক ওঠে। ‘সনম তেরি কসম’সিনেমার অভিনেতা হর্ষবর্ধন রানেও পাক অভিনেত্রীর বিরুদ্ধে সুর মেলাতে শুরু করেন। পাকিস্তানের কোনো তারকা সিনেমায় কাজ করলে, তিনি নেই বলে পরিষ্কার জানিয়ে দেন। আর তারপরই যেন শাস্তি দেওয়া হলো এ পাকিস্তানি অভিনেত্রী মাওরা হুসাইনকে। বলে রাখা ভালো, সব ঠিকঠাক থাকলে চলতি বছরেই মুক্তি পেত ‘সনম তেরি কসম’ সিনেমার সিক্যুয়েল। তবে তার আগে সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানের অভিনেত্রী মাওরাকে।
বিজনেস আওয়ার/ ১২ মে / রানা