বিনোদন ডেস্ক : মুক্তির ৭ বছর এবার অনলাইনে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ ছবিটি। ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘হইচই’ এ সিনেমাটি আগামী ৫ জুন মুক্তি পাবে। এই তথ্য নিশ্চিত করেছে হইচই এর বাংলাদেশ কর্তৃপক্ষ।
মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা অভিনীত আলোচিত ‘টেলিভিশন’ ছবিটি বাংলাদেশে ২০১৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পায়। ছবিটির কাহিনী যৌথভাবে লিখেছেন আনিসুল হক ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।
ছবিটি নির্মাণাধীন থাকা কালে গুটেনবর্গ ফিল্ম ফেস্টিভালে চিত্রনাট্যের জন্য পুরস্কার লাভ করে এবং মুক্তি আগেই জিতে নেয় ২০১২ সালের এশিয়ান সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন পুরস্কার। ৮৬ তম একাডেমী অ্যাওয়ার্ড (অস্কার) এর বিদেশি ভাষার সিনেমা প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য চলচ্চিত্রটিকে বাংলাদেশ থেকে মনোনয়ন দেয়া হয়।
এছাড়া ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘এশিয়ান সিলেক্ট’ ক্যাটাগরিতে সেরা সিনেমা হিসেবে ‘নেটপ্যাক পুরস্কার’ পায়। অষ্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১৩ এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে (অ্যাপসা) ফার্স্ট জুরি গ্র্যান্ড পুরস্কার অর্জন করে ছবিটি।
বিজনেস আওয়ার/০১ জুন, ২০২০/এ