ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অপূর্বর শারীরিক অবস্থার উন্নতি

  • পোস্ট হয়েছে : ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • 41

বিনোদন ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া অভিনেতা অপূর্বর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনিবাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

জানা গেছে, অপূর্বর শরীরে প্লাজমা দেওয়া হয়েছে। এরপর তার শারীরিক অবস্থার খানিকটা অবনতি হয়। তখন দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে নাটকপাড়া ও অপূর্বর ঘনিষ্ঠজন-ভক্ত মহলে। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি।

নির্মাতা আরিয়ান জানিয়েছেন, তার শারীরিক অবস্থা খুবই করুণ থাকায় বাড়ছিল দুশ্চিন্তা। প্লাজমা দেওয়ার পর কিছুটা ভালো আছেন অপূর্ব। তবে হিচকির সমস্যা এখনো পুরোপুরি সারেনি। আরও কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হবে।

এদিকে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউতে থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে অপূর্বকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ডিউটি ম্যানেজার লুৎফর কবির।

তিনি বলেন, ভর্তি হওয়ার পর প্রথম দিন অপূর্বর শারীরিক অবস্থা খারাপ ছিল। তবে প্লাজমা দেওয়ার পর তার দুর্বলতা কেটে গিয়েছে। খাওয়া-দাওয়া, ঘুম সবই স্বাভাবিক। তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আমরা আশা করছি তিনি দ্রুতই সেরে উঠবেন।

উল্লেখ্য, ৩ নভেম্বর রাতে জিয়াউল ফারুক অপূর্বর শরীরের অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয় তাকে। তারও একদিন আগে করোনা পজেটিভ ফল হাতে পান এই অভিনেতা।

বিজনেস আওয়ার/০৯ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অপূর্বর শারীরিক অবস্থার উন্নতি

পোস্ট হয়েছে : ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০

বিনোদন ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া অভিনেতা অপূর্বর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনিবাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

জানা গেছে, অপূর্বর শরীরে প্লাজমা দেওয়া হয়েছে। এরপর তার শারীরিক অবস্থার খানিকটা অবনতি হয়। তখন দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে নাটকপাড়া ও অপূর্বর ঘনিষ্ঠজন-ভক্ত মহলে। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি।

নির্মাতা আরিয়ান জানিয়েছেন, তার শারীরিক অবস্থা খুবই করুণ থাকায় বাড়ছিল দুশ্চিন্তা। প্লাজমা দেওয়ার পর কিছুটা ভালো আছেন অপূর্ব। তবে হিচকির সমস্যা এখনো পুরোপুরি সারেনি। আরও কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হবে।

এদিকে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউতে থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে অপূর্বকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ডিউটি ম্যানেজার লুৎফর কবির।

তিনি বলেন, ভর্তি হওয়ার পর প্রথম দিন অপূর্বর শারীরিক অবস্থা খারাপ ছিল। তবে প্লাজমা দেওয়ার পর তার দুর্বলতা কেটে গিয়েছে। খাওয়া-দাওয়া, ঘুম সবই স্বাভাবিক। তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আমরা আশা করছি তিনি দ্রুতই সেরে উঠবেন।

উল্লেখ্য, ৩ নভেম্বর রাতে জিয়াউল ফারুক অপূর্বর শরীরের অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয় তাকে। তারও একদিন আগে করোনা পজেটিভ ফল হাতে পান এই অভিনেতা।

বিজনেস আওয়ার/০৯ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: