ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

জম্মু-কাশ্মীরে ফের বন্দুকযুদ্ধ, এবার প্রাণ গেলো ৩ জনের

  • পোস্ট হয়েছে : ৪ ঘন্টা আগে
  • 3

বিজনেস আওয়ার ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার আওয়ানতিপোরায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সেনাবাহিনীর দাবি, নিহতরা সবাই সন্ত্রাসী।

আজ বৃহস্পতিবার (১৫ মে) ভোরে নাদার ও ত্রাল এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শুরু হলে এ বন্দুকযুদ্ধ শুরু হয়। এলাকাটি দক্ষিণ কাশ্মীরের আওয়ানতিপোরা মহকুমার অন্তর্গত।

স্থানীয় সূত্র জানিয়েছে, কথিত সন্ত্রাসীরা একটি বসতবাড়িতে আশ্রয় নিয়েছিল এবং নিরাপত্তা বাহিনীর প্রবল অভিযানের মুখে তারা বেশিক্ষণ টিকতে পারেনি।

এ নিয়ে ৪৮ ঘণ্টার ব্যবধানে ভারতশাসিত কাশ্মীরে দ্বিতীয়বারের মতো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটলো। এর আগে মঙ্গলবার (১৩ মে) কুলগামে শুরু হয়ে শোপিয়ানের জঙ্গল এলাকায় গড়ায় আরেকটি অভিযানে সন্দেহভাজন তিন সন্ত্রাসী নিহত হয়। ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়ে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতের সেনাবাহিনী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এ জানায়, গত ১৩ মে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোপিয়ানের শোকাল কেলার এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি শনাক্ত করে ‘সার্চ অ্যান্ড ডেস্ট্রয়’ অভিযান চালানো হয়। এতে তীব্র গোলাগুলির মুখে তিন সন্ত্রাসী নিহত হয়। অভিযান চলছে।ভারতীয় বাহিনী এই অভিযানকে ‘অপারেশন কেলার’ নাম দিয়েছে।

এই অভিযান এমন এক সময় চালানো হলো, যখন ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও পুরোপুরি যায়নি। গত এপ্রিলে কাশ্মীরের পহেলগামে এক নৃশংস হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে গত ৬ ও ৭ মে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে বিমান হামলা চালায়।

পাল্টা জবাব দেয় পাকিস্তানও। এতে দুই পক্ষেরই কয়েক ডজন মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা হলেও ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা পাকিস্তানের ওপর ‘কড়া নজর’ রাখছে।

সূত্র: এনডিটিভি

বিজনেস আওয়ার/ ১৫ মে / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জম্মু-কাশ্মীরে ফের বন্দুকযুদ্ধ, এবার প্রাণ গেলো ৩ জনের

পোস্ট হয়েছে : ৪ ঘন্টা আগে

বিজনেস আওয়ার ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার আওয়ানতিপোরায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সেনাবাহিনীর দাবি, নিহতরা সবাই সন্ত্রাসী।

আজ বৃহস্পতিবার (১৫ মে) ভোরে নাদার ও ত্রাল এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শুরু হলে এ বন্দুকযুদ্ধ শুরু হয়। এলাকাটি দক্ষিণ কাশ্মীরের আওয়ানতিপোরা মহকুমার অন্তর্গত।

স্থানীয় সূত্র জানিয়েছে, কথিত সন্ত্রাসীরা একটি বসতবাড়িতে আশ্রয় নিয়েছিল এবং নিরাপত্তা বাহিনীর প্রবল অভিযানের মুখে তারা বেশিক্ষণ টিকতে পারেনি।

এ নিয়ে ৪৮ ঘণ্টার ব্যবধানে ভারতশাসিত কাশ্মীরে দ্বিতীয়বারের মতো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটলো। এর আগে মঙ্গলবার (১৩ মে) কুলগামে শুরু হয়ে শোপিয়ানের জঙ্গল এলাকায় গড়ায় আরেকটি অভিযানে সন্দেহভাজন তিন সন্ত্রাসী নিহত হয়। ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়ে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতের সেনাবাহিনী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এ জানায়, গত ১৩ মে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোপিয়ানের শোকাল কেলার এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি শনাক্ত করে ‘সার্চ অ্যান্ড ডেস্ট্রয়’ অভিযান চালানো হয়। এতে তীব্র গোলাগুলির মুখে তিন সন্ত্রাসী নিহত হয়। অভিযান চলছে।ভারতীয় বাহিনী এই অভিযানকে ‘অপারেশন কেলার’ নাম দিয়েছে।

এই অভিযান এমন এক সময় চালানো হলো, যখন ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও পুরোপুরি যায়নি। গত এপ্রিলে কাশ্মীরের পহেলগামে এক নৃশংস হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে গত ৬ ও ৭ মে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে বিমান হামলা চালায়।

পাল্টা জবাব দেয় পাকিস্তানও। এতে দুই পক্ষেরই কয়েক ডজন মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা হলেও ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা পাকিস্তানের ওপর ‘কড়া নজর’ রাখছে।

সূত্র: এনডিটিভি

বিজনেস আওয়ার/ ১৫ মে / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: