বিজনেস আওয়ার প্রতিবেদক:পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ আজ (১৯ মে) সকালে অর্থমন্ত্রণালয়ে যাবেন। তিনি অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাত করবেন।
সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, বেলা ১১টায় মন্ত্রণালয়ে যাবেন বিএসইসি চেয়ারম্যান। সাক্ষাতে সম্প্রতি প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে পুঁজিবাজার উন্নয়নে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা করবেন তারা।
উল্লেখ, গত ১১ মে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে পুঁজিবাজার নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুঁজিবাজার উন্নয়নে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়। এগুলো হচ্ছে-নির্দেশনাগুলো হচ্ছে: ১. দেশে কার্যক্রম পরিচালনাকারী যেসব বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোকে দ্রুত শেয়ারবাজারে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। ২. গত ২০-৩০ বছরে দেশের বেসরকারি খাতে যেসব ভালো ও বড় বড় কোম্পানি গড়ে উঠেছে, সেগুলোকে প্রণোদনা দিয়ে বাজারে আনার উদ্যোগ নেওয়া। ৩. বিদেশ থেকে বিশেষজ্ঞ দল এনে তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া। ৪. পুঁজিবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ। ৫. বড় বড় কোম্পানি যাতে ব্যাংকঋণ নেওয়ার বদলে শেয়ারবাজারে বন্ড বা শেয়ার ছেড়ে পুঁজি সংগ্রহে আগ্রহী হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
আলোচিত নির্দেশনাগুলোর বাস্তবায়নে করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা করতে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে বিএসইসি চেয়ারম্যান একাই অংশ নেবেন।
বিজনেস আওয়ার/ ১৯ মে / এ এইচ