ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নুসরাত ফারিয়া গ্রেফতারে নিপুনের প্রতিবাদ

  • পোস্ট হয়েছে : ৫ মিনিট আগে
  • 1

বিনোদন ডেস্ক: হত্যাচেষ্টার যে মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনার সময় তিনি দেশেই ছিলেন না। তাকে গ্রেফতার করে প্রকৃত খুনী ও অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করা হচ্ছে- এমন মন্তব্য করে নুসরাত ফারিয়াকে গ্রেফতারে প্রতিবাদ জানিয়েছেন ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুন। নুসরাত ফারিয়ার গ্রেফতারকে গায়েবী মামলাবাজির নাটক বলেও মনে করছেন এ পরিচালক।

গতকাল রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ফারিয়াকে। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেফতার দেখান হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানা এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করেন আদালত।

এই ঘটনায় শিল্প সংস্কৃতি অঙ্গনের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। জানাচ্ছেন ক্ষোভ ও নিন্দা। নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনাটি বিব্রতকর বলেও মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এ নিয়ে মুখ খুলেছেন নির্মাতা আশফাক নিপুন। তিনি আজ সোমবার নিজের ফেসবুকে লিখেছেন, ‘এভাবেই দিনে দিনে প্রকৃত খুনী এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে।’

নিপুন আরও লিখেছেন, ‘এটাকে আর যাই হোক, সংস্কার বলে না সরকার। হত্যাচেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না, সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেফতার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়। আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চেয়েছিলাম। কোনোরকম প্রহসন চাইনি, এখনও চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া/পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবী মামলাবাজির নাটক বন্ধ করেন।’

বিজনেস আওয়ার/ ১৯ মে / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নুসরাত ফারিয়া গ্রেফতারে নিপুনের প্রতিবাদ

পোস্ট হয়েছে : ৫ মিনিট আগে

বিনোদন ডেস্ক: হত্যাচেষ্টার যে মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনার সময় তিনি দেশেই ছিলেন না। তাকে গ্রেফতার করে প্রকৃত খুনী ও অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করা হচ্ছে- এমন মন্তব্য করে নুসরাত ফারিয়াকে গ্রেফতারে প্রতিবাদ জানিয়েছেন ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুন। নুসরাত ফারিয়ার গ্রেফতারকে গায়েবী মামলাবাজির নাটক বলেও মনে করছেন এ পরিচালক।

গতকাল রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ফারিয়াকে। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেফতার দেখান হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানা এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করেন আদালত।

এই ঘটনায় শিল্প সংস্কৃতি অঙ্গনের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। জানাচ্ছেন ক্ষোভ ও নিন্দা। নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনাটি বিব্রতকর বলেও মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এ নিয়ে মুখ খুলেছেন নির্মাতা আশফাক নিপুন। তিনি আজ সোমবার নিজের ফেসবুকে লিখেছেন, ‘এভাবেই দিনে দিনে প্রকৃত খুনী এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে।’

নিপুন আরও লিখেছেন, ‘এটাকে আর যাই হোক, সংস্কার বলে না সরকার। হত্যাচেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না, সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেফতার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়। আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চেয়েছিলাম। কোনোরকম প্রহসন চাইনি, এখনও চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া/পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবী মামলাবাজির নাটক বন্ধ করেন।’

বিজনেস আওয়ার/ ১৯ মে / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: