ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ফোকাস নষ্ট কইরেন না, ফারিয়ার গ্রেফতারে সরকারের উদ্দেশে জীবন

  • পোস্ট হয়েছে : এই মাত্র
  • 0

বিনোদন ডেস্ক: অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের ঘটনায় শিল্প সংস্কৃতি অঙ্গনের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। জানাচ্ছেন ক্ষোভ ও নিন্দা। নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনাটি বিব্রতকর বলেও মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এবার বিষয়টি নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে নিজের মতামত ব্যক্ত করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। তিনি নুসরাত ফারিয়ার দুইটা অপরাধের কথা উল্লেখ করে আজ সোমবার ফেসবুকে লেখেন, ‘একটু আগে একটা চ্যানেলের লাইভে দেখলাম নুসরাত ফারিয়াকে আদালতে নেয়া হচ্ছে! কোনো এক অদ্ভুত কারণে মনটা খারাপ হয়ে গেলো! বুঝার চেষ্টা করলাম। নুসরাত ফারিয়ার অপরাধটা কি? আপাত দৃষ্টিতে অপরাধ দুইটা-

১. মুজিব সিনেমায় অভিনয় করা!

২. জুলাই-আগস্টে শেখ হাসিনার সাথে সেও হত্যা মামলার আসামী!
কি ভয়ংকর হাস্যকর!’

ডাক পেলে মুজিব সিনেমায় কাজ করতে যাওয়ার দুইটা কারণ জানিয়ে জীবন লেখেন, ‘নুসরাত ফারিয়া একজন শিল্পী! সে মুজিব সিনেমায় অভিনয় করেছে! আরও অনেক শিল্পীই অভিনয় করেছে! অনেক শিল্পী অডিশন দিয়েছে। বাদ পড়েছে। অনেকে নানাভাবে সংশ্লিষ্ট ছিল! তাহলে তাদের সবাইকে গ্রেফতার করা হবে? আমি, ভাবছি আমার কথা! নুসরাত ফারিয়ার জায়গায় আমিও থাকতে পারতাম! আমাকে ডাকলে আমিও যেতাম। কারণ দুইটা-

১. আমি শিল্পী। শিল্পীর কাজ হলো যেকোনো শিল্প মাধ্যমে নিজেকে যুক্ত করা।

২. ক্ষমতা! এইটার ব্যাখ্যা দরকার নাই!’

তিনি আরও লেখেন, ‘এখন আসি আসল কথায়। বর্তমান সরকার কোনো শিল্পীকে সরকারি কোনো কাজে ডাকলো এবং পরের সরকার এসে গ্রেফতার করল! হইতেই পারে। তাইলে শিল্পীর কি করা উচিত! দেশের বা রাষ্ট্রীয় কোনো কাজে অংশগ্রহণ থেকে নিজেকে বিরত রাখা!’

প্রকৃত অপরাধীর বিচার চেয়ে এই অভিনেতা ও নির্মাতা লেখেন, ‘বিচার হোক প্রকৃত অপরাধীর! এমন অনেক শিল্পী আছে যারা, অনেকেই গ্রেফতার হয়েছে। আমার ধারণা, সাধারণ মানুষ এতে খুশি হয়েছে। কারণ এরা আসলে প্রকৃতি শিল্পী ছিল না! এরা ছিল শিল্পীর মুখোশধারী ক্ষমতালোভী! নুসরাত ফারিয়াকে আমার অন্তত এদের দলের মনে হয়নি! শেষমেশ, আমার ‘চক্কর’ সিনেমার একটা সংলাপ দিয়ে শেষ করি, ‘সব আলামত সত্যি হয় না। কিছু আলামত মূল কাজের ফোকাস নষ্ট কইরা দেয়।’

সবশেষে তিনি অন্তবর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘প্রিয় সরকার, আপনাদের ফোকাস নষ্ট কইরেন না প্লিজ!’

বিজনেস আওয়ার/ ১৯ মে / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফোকাস নষ্ট কইরেন না, ফারিয়ার গ্রেফতারে সরকারের উদ্দেশে জীবন

পোস্ট হয়েছে : এই মাত্র

বিনোদন ডেস্ক: অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের ঘটনায় শিল্প সংস্কৃতি অঙ্গনের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। জানাচ্ছেন ক্ষোভ ও নিন্দা। নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনাটি বিব্রতকর বলেও মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এবার বিষয়টি নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে নিজের মতামত ব্যক্ত করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। তিনি নুসরাত ফারিয়ার দুইটা অপরাধের কথা উল্লেখ করে আজ সোমবার ফেসবুকে লেখেন, ‘একটু আগে একটা চ্যানেলের লাইভে দেখলাম নুসরাত ফারিয়াকে আদালতে নেয়া হচ্ছে! কোনো এক অদ্ভুত কারণে মনটা খারাপ হয়ে গেলো! বুঝার চেষ্টা করলাম। নুসরাত ফারিয়ার অপরাধটা কি? আপাত দৃষ্টিতে অপরাধ দুইটা-

১. মুজিব সিনেমায় অভিনয় করা!

২. জুলাই-আগস্টে শেখ হাসিনার সাথে সেও হত্যা মামলার আসামী!
কি ভয়ংকর হাস্যকর!’

ডাক পেলে মুজিব সিনেমায় কাজ করতে যাওয়ার দুইটা কারণ জানিয়ে জীবন লেখেন, ‘নুসরাত ফারিয়া একজন শিল্পী! সে মুজিব সিনেমায় অভিনয় করেছে! আরও অনেক শিল্পীই অভিনয় করেছে! অনেক শিল্পী অডিশন দিয়েছে। বাদ পড়েছে। অনেকে নানাভাবে সংশ্লিষ্ট ছিল! তাহলে তাদের সবাইকে গ্রেফতার করা হবে? আমি, ভাবছি আমার কথা! নুসরাত ফারিয়ার জায়গায় আমিও থাকতে পারতাম! আমাকে ডাকলে আমিও যেতাম। কারণ দুইটা-

১. আমি শিল্পী। শিল্পীর কাজ হলো যেকোনো শিল্প মাধ্যমে নিজেকে যুক্ত করা।

২. ক্ষমতা! এইটার ব্যাখ্যা দরকার নাই!’

তিনি আরও লেখেন, ‘এখন আসি আসল কথায়। বর্তমান সরকার কোনো শিল্পীকে সরকারি কোনো কাজে ডাকলো এবং পরের সরকার এসে গ্রেফতার করল! হইতেই পারে। তাইলে শিল্পীর কি করা উচিত! দেশের বা রাষ্ট্রীয় কোনো কাজে অংশগ্রহণ থেকে নিজেকে বিরত রাখা!’

প্রকৃত অপরাধীর বিচার চেয়ে এই অভিনেতা ও নির্মাতা লেখেন, ‘বিচার হোক প্রকৃত অপরাধীর! এমন অনেক শিল্পী আছে যারা, অনেকেই গ্রেফতার হয়েছে। আমার ধারণা, সাধারণ মানুষ এতে খুশি হয়েছে। কারণ এরা আসলে প্রকৃতি শিল্পী ছিল না! এরা ছিল শিল্পীর মুখোশধারী ক্ষমতালোভী! নুসরাত ফারিয়াকে আমার অন্তত এদের দলের মনে হয়নি! শেষমেশ, আমার ‘চক্কর’ সিনেমার একটা সংলাপ দিয়ে শেষ করি, ‘সব আলামত সত্যি হয় না। কিছু আলামত মূল কাজের ফোকাস নষ্ট কইরা দেয়।’

সবশেষে তিনি অন্তবর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘প্রিয় সরকার, আপনাদের ফোকাস নষ্ট কইরেন না প্লিজ!’

বিজনেস আওয়ার/ ১৯ মে / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: