বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪০ কোম্পানি লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : এসএস স্টিল, নিউ লাইন ক্লোথিংস, নাহি অ্যালুমিনিয়াম, ওয়াটা কেমিক্যাল, কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, সেন্ট্রাল ফার্মা, সালভো কেমিক্যাল, বিকন ফার্মা, ভিএফএস থ্রেড ডাইং, ফু-ওয়াং ফুড, এমএজএলবিডি, এপেক্স ফুটওয়্যার, স্টাইলক্রাফট, শেফার্ড, স্কয়ার ফার্মা, আমরা টেকনোলজিস, আমরা নেটওয়ার্ক, মুন্নু জুট স্টাফলার্স, মুন্নু সিরামিক, ডরিন পাওয়ার, ইন্ট্রাকো, রেনেটা, কেঅ্যান্ডকিউ, দুলামিয়া কটন, এসোসিয়েটেড অক্সিজেন, বিবিএস কেবলস, বিবিএস, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, বারাকা পাওয়ার, শাশা ডেনিমস, স্ট্যান্ডার্ড সিরামিক, এমএল ডাইং, আরএন স্পিনিং, ফার কেমিক্যাল, একমি ল্যাবরেটরিজ, সামিট এলায়েন্স পোর্ট, জেনারেশন নেক্সট ফ্যাশনস এবং শাহজিবাজার পাওয়ার।
কোম্পানিগুলোর মধ্যে ১১ নভেম্বর : ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের বিকাল ৩টায়; ১২ নভেম্বর : নাহি অ্যালুমিনিয়ামের সন্ধ্যা ৭টায়, ভিএফএস থ্রেড ডাইংয়ের বিকাল সাড়ে ৩টায়, এমএজএলবিডির বিকাল ৩টায়, স্টাইলক্রাফটের বিকাল ৩টায়, স্কয়ার ফার্মার বিকাল ৩টায়, আমরা টেকনোলজিসের বিকাল সাড়ে ৩টায়, আমরা নেটওয়ার্কের বিকাল ৩টায়, কেঅ্যান্ডকিউয়ের বিকাল সাড়ে ৩টায়, দুলামিয়া কটনের বিকাল ২.৩৫টায়, এসোসিয়েটেড অক্সিজেনের বিকাল সাড়ে ৩টায়, বিবিএস কেবলসের বিকাল সাড়ে ৩টায়, বিবিএসের বিকাল ৫টায়, স্ট্যান্ডার্ড সিরামিকের বিকাল ৩টায়, একমি ল্যাবরেটরিজের বিকাল সাড়ে ৩টায়, সামিট এলায়েন্স পোর্টের বিকাল ৩টায় ও জেনারেশন নেক্সট ফ্যাশনসের বিকাল ৩টায়; ১৪ নভেম্বর : নিউ লাইন ক্লোথিংসের বিকাল ৫টায়,কোহিনুর কেমিক্যালের বিকাল ৩টায়, ওরিয়ন ইনফিউশনের বিকাল ৪টায়, ওরিয়ন ফার্মার বিকাল ৫টায়, সেন্ট্রাল ফার্মার বিকাল ৪টায়, সালভো কেমিক্যালের বিকাল ৩টায়, ফু-ওয়াং ফুডের বিকাল ৩টায়, এপেক্স ফুটওয়্যারের বিকাল সাড়ে ৪টায়, শেফার্ডের বিকাল সাড়ে ৩টায়, মুন্নু জুট স্টাফলার্সের বিকাল ৪টায়, মুন্নু সিরামিকের বিকাল সাড়ে ৪টায়, ডরিন পাওয়ারের বিকাল সাড়ে ৩টায়, ইন্ট্রাকোর বিকাল ৪টায়, রেনেটার বেলা সাড়ে ১১টায়, বারাকা পাওয়ারের বিকাল ৫টায়, শাশা ডেনিমসের বিকাল ৩টায়, এমএল ডাইংয়ের বিকাল ৪টায়, আরএন স্পিনিংয়ের বিকাল ৩টায়, ফার কেমিক্যালের বিকাল ৫টায় ও শাহজিবাজার পাওয়ারের বিকাল ৩টায় এবং ১৫ নভেম্বর : এসএস স্টিলের বিকাল সাড়ে ৪টায়, ওয়াটা কেমিক্যালের বিকাল ৫টায় ও বিকন ফার্মার বোর্ড সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে এসএস স্টিলের বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আর নিউ লাইন ক্লোথিংস, নাহি অ্যালুমিনিয়াম, ওয়াটা কেমিক্যাল, কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, সেন্ট্রাল ফার্মা, সালভো কেমিক্যাল, বিকন ফার্মা, ভিএফএস থ্রেড ডাইং, ফু-ওয়াং ফুড, এমএজএলবিডি, এপেক্স ফুটওয়্যার, স্টাইলক্রাফট, শেফার্ড, স্কয়ার ফার্মা, আমরা টেকনোলজিস, আমরা নেটওয়ার্ক, মুন্নু জুট স্টাফলার্স, মুন্নু সিরামিক, ডরিন পাওয়ার, ইন্ট্রাকো, রেনেটা, কেঅ্যান্ডকিউ, দুলামিয়া কটন, এসোসিয়েটেড অক্সিজেন, বিবিএস কেবলস, বিবিএস, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, বারাকা পাওয়ার, শাশা ডেনিমস, স্ট্যান্ডার্ড সিরামিক, এমএল ডাইং, আরএন স্পিনিং, ফার কেমিক্যাল, একমি ল্যাবরেটরিজ, সামিট এলায়েন্স পোর্ট, জেনারেশন নেক্সট ফ্যাশনস এবং শাহজিবাজার পাওয়ারের বোর্ড সভায় সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
বিজনেস আওয়ার/০৯ নভেম্বর, ২০২০/এস