ঢাকা , রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

  • পোস্ট হয়েছে : ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • 9

বিজনেস আওয়ার ডেস্ক: ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সারাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে এখন ৬ হাজার ১৩৩ জনে দাঁড়িয়েছে।

করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে কলকাতাসহ পশ্চিমবঙ্গেও। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের এই রাজ্যটিতে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৩ জনে। তবে আক্রান্ত রোগীদের অনেকেই সুস্থ্য হয়ে উঠছেন। ছাড়াও পাচ্ছেন হাসপাতাল থেকে। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, যে কয়জন করোনায় আক্রান্ত হয়েছেন তারা মূলত ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ এবং প্রবল শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি হয়ে ছিলেন।

এই বিষয়ে চিকিৎসক এসএন পোদ্দার জানিয়েছেন, কোভিডের সংখ্যা যেমন বেড়েছে তেমন পাল্লা দিয়ে সুস্থও হচ্ছে। তবে নজর রাখতে হবে স্বাস্থের প্রতি। সাধারণত জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করতে হবে। বাড়ির বাইরে থেকে এসে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে ফেলতে হবে।

শ্বাসকষ্ট, সর্দি-কাশি, জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভয় না পেয়ে একটু সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি।

বিজনেস আওয়ার/ ০৯ জুন / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পশ্চিমবঙ্গে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

পোস্ট হয়েছে : ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

বিজনেস আওয়ার ডেস্ক: ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সারাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে এখন ৬ হাজার ১৩৩ জনে দাঁড়িয়েছে।

করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে কলকাতাসহ পশ্চিমবঙ্গেও। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের এই রাজ্যটিতে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৩ জনে। তবে আক্রান্ত রোগীদের অনেকেই সুস্থ্য হয়ে উঠছেন। ছাড়াও পাচ্ছেন হাসপাতাল থেকে। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, যে কয়জন করোনায় আক্রান্ত হয়েছেন তারা মূলত ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ এবং প্রবল শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি হয়ে ছিলেন।

এই বিষয়ে চিকিৎসক এসএন পোদ্দার জানিয়েছেন, কোভিডের সংখ্যা যেমন বেড়েছে তেমন পাল্লা দিয়ে সুস্থও হচ্ছে। তবে নজর রাখতে হবে স্বাস্থের প্রতি। সাধারণত জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করতে হবে। বাড়ির বাইরে থেকে এসে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে ফেলতে হবে।

শ্বাসকষ্ট, সর্দি-কাশি, জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভয় না পেয়ে একটু সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি।

বিজনেস আওয়ার/ ০৯ জুন / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: