বিজনেস আওয়ার প্রতিবেদক: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সাম্প্রতিক বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ।
তিনি বলেন, ৩ জুলাই উপদেষ্টা যেভাবে মাদরাসায় শিশু নির্যাতনের অভিযোগ তুলেছেন, তা সত্যনিষ্ঠ নয়। তিনি মন্ত্রী পর্যায়ের দায়িত্বে থাকা একজন ব্যক্তি। তার দায়িত্ব হচ্ছে সমস্যা সমাধান করা, কেবল অভিযোগ তোলা নয়। শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইউনুস আহমেদ বলেন, সত্য হলো দেশের মাদরাসাগুলো জনসম্পৃক্ত ও উন্মুক্ত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে এলাকার মানুষ প্রতিনিয়ত উপস্থিত থাকেন। কোনো অঘটন ঘটলে তা চাপা পড়ে থাকার সুযোগ নেই। বিচ্ছিন্ন কোনো ঘটনা থাকলেও সেটি সমগ্র মাদরাসা ব্যবস্থাকে দায়ী করার মতো কিছু নয়।
তিনি বলেন, উপদেষ্টা শারমীন মুরশিদ হয়তো মাদরাসার প্রকৃত বাস্তবতা জানেন না, অথবা পূর্বধারণা থেকে এমন মন্তব্য করেছেন। এটি দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব আরও বলেন, আমরা আশা করি তিনি ভবিষ্যতে দায়িত্বশীল ভাষা ব্যবহার করবেন এবং কোনো বিশেষ শ্রেণি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবেন না। বিবৃতিতে তিনি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং তাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
বিজনেস আওয়ার/ ০৬ জুলাই / কাওছার