ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • পোস্ট হয়েছে : ৩ ঘন্টা আগে
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

সোমবার (৭ জুলাই) তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় সেখানে রাষ্ট্রদূতকে ফুল দিয়ে স্বাগত জানান হেফাজতের নেতৃবৃন্দ ও মাদরাসা কর্তৃপক্ষ।

হেফাজত আমিরের ছেলে মাওলানা মুফতি আইয়ুব বাবুনগরী জানান, রাষ্ট্রদূত সকালেই মাদরাসা প্রাঙ্গণে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউসুফ রামাদান ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন এবং দেশটির নির্যাতিত জনগণের জন্য হেফাজত আমিরের দোয়া কামনা করেন। ইসলাম ও মুসলিম উম্মাহর স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আমির ও রাষ্ট্রদূতের মধ্যে আলোচনা হয়।

পরে মাদরাসার ছাত্র ও শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ দেন রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। সভায় উপস্থিত ছিলেন, মাদরাসার মুহাদ্দিস আল্লামা শাহ্ হাবিবুল্লাহ বাবুনগরী, হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা শাহ্ আইয়ুব বাবুনগরী ও সাহিত্যবিষয়ক সম্পাদক আল্লামা হারুন আজিজী নদভী।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের পক্ষে বাংলাদেশের জনগণ, সরকার ও বিশেষভাবে হেফাজতের অবস্থান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঐক্য ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।

হেফাজতের কেন্দ্রীয় নেতা ও মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষক মুফতি ইকবাল আজিমপুরী বলেন, ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়ায় রাষ্ট্রদূত হেফাজত আমিরের ভূমিকায় শ্রদ্ধা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও গাজাবাসীর পক্ষে হেফাজতের ভূমিকা আরও জোরদার হবে।

বিজনেস আওয়ার/ ০৮ জুলাই / কাওছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পোস্ট হয়েছে : ৩ ঘন্টা আগে

বিজনেস আওয়ার প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

সোমবার (৭ জুলাই) তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় সেখানে রাষ্ট্রদূতকে ফুল দিয়ে স্বাগত জানান হেফাজতের নেতৃবৃন্দ ও মাদরাসা কর্তৃপক্ষ।

হেফাজত আমিরের ছেলে মাওলানা মুফতি আইয়ুব বাবুনগরী জানান, রাষ্ট্রদূত সকালেই মাদরাসা প্রাঙ্গণে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউসুফ রামাদান ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন এবং দেশটির নির্যাতিত জনগণের জন্য হেফাজত আমিরের দোয়া কামনা করেন। ইসলাম ও মুসলিম উম্মাহর স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আমির ও রাষ্ট্রদূতের মধ্যে আলোচনা হয়।

পরে মাদরাসার ছাত্র ও শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ দেন রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। সভায় উপস্থিত ছিলেন, মাদরাসার মুহাদ্দিস আল্লামা শাহ্ হাবিবুল্লাহ বাবুনগরী, হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা শাহ্ আইয়ুব বাবুনগরী ও সাহিত্যবিষয়ক সম্পাদক আল্লামা হারুন আজিজী নদভী।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের পক্ষে বাংলাদেশের জনগণ, সরকার ও বিশেষভাবে হেফাজতের অবস্থান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঐক্য ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।

হেফাজতের কেন্দ্রীয় নেতা ও মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষক মুফতি ইকবাল আজিমপুরী বলেন, ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়ায় রাষ্ট্রদূত হেফাজত আমিরের ভূমিকায় শ্রদ্ধা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও গাজাবাসীর পক্ষে হেফাজতের ভূমিকা আরও জোরদার হবে।

বিজনেস আওয়ার/ ০৮ জুলাই / কাওছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: