বিনোদন ডেস্ক: নতুন বার্তা নিয়ে আবারও বড় পর্দায় ফিরছে সুপারম্যান। ১১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে বছরের অন্যতম কাঙ্ক্ষিত এই সিনেমা। একইদিনে বাংলাদেশের দর্শকের জন্য স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পাচ্ছে। একইসঙ্গে মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেতা জ্যাকি চেনের ‘কারাতে কিড: লিজেন্ডস’।
টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই ‘সুপারম্যান’ ছবিটি নিয়ে আলোচনা তুঙ্গে। ভক্তদের মধ্যে শুরু হয়েছে প্রবল উৎসাহ-উদ্দীপনা।
ডিসি ইউনিভার্সের নতুন যুগের সূচনা হতে যাচ্ছে এই ছবি দিয়ে। পরিচালক জেমস গান ‘সুপারম্যান’ চরিত্রকে নতুনভাবে তুলে ধরেছেন মানবিকতা, অভিবাসন, নৈতিকতা ও রাজনীতির প্রেক্ষাপটে। সুপারম্যান চরিত্রে এবার দেখা যাবে মার্কিন অভিনেতা ডেভিড কোরেনসোয়েটকে। পরিচালক জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি সুপারহিরো অ্যাকশন মুভি নয়, বরং যুক্তরাষ্ট্রের আত্মপরিচয় ও মানবিক গুণাবলির প্রতিচ্ছবি।
সুপারম্যান চরিত্রটিকে বরাবরই ন্যায়, সাহস ও আশার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। তার শক্তি থাকলেও, তিনি পৃথিবী শাসনের পথ না বেছে, মানুষের পাশে দাঁড়ানোকে বেছে নেন। তার বুকে থাকা ‘এস’ চিহ্নটি আসলে ‘আশা’র প্রতীক।
অন্যদিকে ‘কারাতে কিড: লিজেন্ডস’ ছবি দিয়ে মার্শাল আর্ট কিংবদন্তি জ্যাকি চ্যান এবং রাল্ফ মাচ্চিও ফিরছেন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন এই কিস্তিতে। ২০১০ সালের ‘দ্য কারাতে কিড’ এবং হিট টিভি সিরিজ ‘কোবরা কাই’-এর ধারাবাহিকতায় তৈরি এই ছবিতে দেখা যাবে, এক তরুণ কোরিয়ান ছেলেকে ঘিরে গড়ে ওঠা নতুন গল্প।
ছবিতে জ্যাকি চ্যান তার আগের মিস্টার হান চরিত্রেই ফিরেছেন। নতুন চরিত্র লি হান নিউইয়র্কে এসে তার মার্শাল আর্টের যাত্রা শুরু করে মিস্টার হানের কাছে প্রশিক্ষণ নিয়ে। পাশাপাশি ড্যানিয়েল লারসো এবং জনি লরেন্স একত্র হয়ে এক নতুন হুমকি, দক্ষিণ কোরিয়ার মার্শাল আর্ট মাস্টার কিম তায় সাং-এর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেন। এই মাস্টার একটি কর্পোরেট মার্শাল আর্ট একাডেমির মাধ্যমে সারা বিশ্ব নিয়ন্ত্রণ করতে চায়।
সিনেমাটিতে দেখা যাবে নতুন প্রজন্মের একটি দলকে। তারা পুরনো দ্বন্দ্ব ভুলে সত্যিকারের মার্শাল আর্ট চেতনা রক্ষার জন্য লড়াই করে। এই ছবির মাধ্যমে পুরনো ও নতুন প্রজন্মের মধ্যে এক সেতুবন্ধ তৈরি হবে বলে মনে করছেন নির্মাতারা।
মুক্তির পর থেকে ‘কারাতে কিড: লিজেন্ডস’ যুক্তরাষ্ট্র ও কানাডায় আয় করেছে প্রায় ৪৬ মিলিয়ন ডলার এবং অন্যান্য আন্তর্জাতিক বাজার মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে ৯২ মিলিয়ন ডলার।
বিজনেস আওয়ার/ ০৯ জুলাই / রানা