বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস্ এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি কে সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ এর মর্যাদাপূর্ণ DS30 সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর, কোম্পানির ধারাবাহিক অগ্রগতি, স্বচ্ছ কর্পোরেট গভর্ন্যান্স ও বাজারে আস্থাশীল অবস্থানই এই স্বীকৃতির ভিত্তি গড়ে দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, কোম্পানিটির স্থিতিশীলতা, সুশাসন, লভ্যাংশ প্রদান এবং বাজার মূলধনের ওপর ভিত্তি করে এ অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। DS30 সূচকটি ঢাকা স্টক এক্সচেঞ্জের গুণগত মানসম্পন্ন ৩০টি কোম্পানির সমন্বয়ে গঠিত, যা বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত।
কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক দাঁতো’ প্রকৌশলী মোঃ একরামুল হক জানিয়েছেন, “এই অর্জন শুধু কোম্পানির নয়, বরং সমগ্র খাদ্যপ্রক্রিয়াজাত খাতের জন্য একটি বড় স্বীকৃতি। আমাদের লক্ষ্য ছিল সবসময়ই গুণগত মান বজায় রেখে ভোক্তা ও বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা। DS30 সূচকে অন্তর্ভুক্তি আমাদের সেই অঙ্গীকারেরই প্রতিফলন। আমরা ভবিষ্যতেও স্বচ্ছতা ও উদ্ভাবনের মাধ্যমে এগিয়ে যেতে চাই।”
উল্লেখ্য, DS30 সূচকে অন্তর্ভুক্তি সাধারণত সেইসব কোম্পানিকে দেওয়া হয়, যারা দীর্ঘ মেয়াদে বাজারে টেকসই ও শক্তিশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়। এই অর্জন কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।
বিজনেস আওয়ার/ ১৩ জুলাই / এ এইচ