বিজনেস আওয়ার প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৭ জুলাই-১০ জুলাই) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ টি কোম্পানির মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে ইয়াকিন পলিমার লিমিটেড। সপ্তাহজুড়ে বার্জার পেইন্টসের দর কমেছে ১ টাকা বা ৮ দশমিক ০৫ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৯০ পয়সা বা ৪ দশমিক ৭১ শতাংশ। এছাড়া তালিকার তৃতীয় স্থানে ৩ দশমিক ৭১ শতাংশ পতন নিয়ে অবস্থান করছে সিএপিএমআইবিবিএল মিউচুয়াল ফান্ড।
এছাড়াও সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো গ্লোবাল হেভির ২ দশমিক ৮৭ শতাংশ, আইসিবি অগ্রণী-১ ফান্ডের ২ দশমিক ৮২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২ দশমিক ৭৮ শতাংশ, নিউলাইন টেক্সটাইলের ২ দশমিক ৬৭ শতাংশ, আইবিবিএল বন্ডের ২ দশমিক ৫৯ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংকের ২ দশমকি ৫৮ শতাংশ।
বিজনেস আওয়ার/ ১৩ জুলাই / এ এইচ