ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গিলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ ইংল্যান্ডের

  • পোস্ট হয়েছে : ৫ ঘন্টা আগে
  • 3

স্পোর্টস ডেস্ক: লর্ডস টেস্টের প্রথম ইনিংসেই লড়াই দারুণ জমেছে। ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ভারতও অলআউট হয়েছে ৩৮৭ রানে। অর্থাৎ প্রথম ইনিংসে দুই দলই সমান রান করেছে। কেউ লিড পায়নি।

ব্যাট-বলের লড়াইকে ছাড়িয়ে এখন সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে গতকাল শনিবার তৃতীয় দিনের শেষ ওভারের নাটকীয়তা, যখন ইংল্যান্ড মাত্রই নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে। শেষ ওভারে (ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভার) ইংল্যান্ডের বিরুদ্ধে সময় নষ্ট করার অভিযোগ তোলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল।

ওই ওভারে জাসপ্রিত বুমরাহ দৌড় শুরু করার সময় দু’বার ইংলিশ ব্যাটার জ্যাক ক্রাউলি স্ট্রাইক থেকে সরে দাঁড়ান। এরপর এক বলে গ্লাভসে আঘাত পেয়ে চিকিৎসা নিতে ডাকেন তিনি। তখন ভারতের কয়েকজন ফিল্ডার তার দিকে হাঁটতে হাঁটতে তালি দিতে থাকেন, যা স্পষ্টতই ব্যঙ্গাত্মক ছিল। এ নিয়ে গিল ও ক্রাউলির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে ক্রাউলির দিকে আঙুল উঁচিয়ে ধরেন গিল। ক্রাউলিও একই রকম অঙ্গভঙ্গি করেন। পরে এ ঘটনায় ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলে ইংল্যান্ড।

এর আগে দ্বিতীয় দিনে নিজেদের ফিল্ডিং ইনিংসের সময় কয়েক মিনিট ধরে মাটিতে শুয়ে চিকিৎসা নিচ্ছিলেন নিচ্ছিলেন গিল। ইংল্যান্ডের অভিযোগ, নিজে মাঠে সময় নষ্ট করে আবার সেই একই কারণে ক্রাউলির সঙ্গে উত্তেজিত বাক্য বিনিময় করে দ্বিমুখী আচরণ করেছেন গিল।

ইংল্যান্ডের বোলিং কোচ টিম সাউদির দাবি, গিলের অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, ‘দিনের শেষে দুই দলের মধ্যে উত্তেজনা থাকা স্বাভাবিক। তবে আমি বুঝতে পারছি না, শুব্মান গিল কী নিয়ে অভিযোগ করছে। কারণ গতকাল তো সারা দুপুর সে মাটিতে শুয়ে ম্যাসাজ নিচ্ছিল। এইসব আসলে খেলারই অংশ, বিশেষ করে দিনের শেষে যখন উত্তেজনা চরমে।’

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই ঘটনা নিয়ে কথা বলেছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। কেন গিল উত্তপ্ত আচরণ করেছিলেন ক্রাউলির সঙ্গে, সেটি ব্যাখ্যা করেন তিনি। ভারতের সহ-অধিনায়ক রাহুল বলেন, ‘আমরা দুই ওভার বোলিং করতে চেয়েছিলাম। ছয় মিনিট বাকি ছিল, এমন সময়ে তো কোনো দলই দুই ওভার বল করতে চাইবে। কিন্তু শেষের দিকটা একটু নাটকীয় হয়ে যায়।’তিনি আরও জানান, ভারত তখনই ইতিমধ্যে উত্তেজিত ছিল এবং ক্রাউলির দেরির কারণে সেটা আরও বেড়ে যায়।

রাহুল বলেন, ‘আমরা জানি দিনের শেষে ব্যাট করতে নামা কতটা কঠিন। তখন একটা উইকেট পেলে সেটাই আমাদের জন্য আদর্শ হতো। তবে উইকেট না পেলেও আমরা আগামীকাল পুরোপুরি উদ্যম নিয়ে খেলতে নামব।’

তিনি আরও বলেন, ‘শেষ মুহূর্তে যা ঘটেছে, সেটা এখন খেলারই অংশ। একজন ওপেনারের দৃষ্টিকোণ থেকে আমি ব্যাপারটা বুঝি। আমরা সবাই জানি কী হচ্ছিল। একজন ওপেনার অবশ্যই জানে শেষ পাঁচ মিনিটে কী হয়।’

বিজনেস আওয়ার/ ১৩ জুলাই / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গিলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ ইংল্যান্ডের

পোস্ট হয়েছে : ৫ ঘন্টা আগে

স্পোর্টস ডেস্ক: লর্ডস টেস্টের প্রথম ইনিংসেই লড়াই দারুণ জমেছে। ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ভারতও অলআউট হয়েছে ৩৮৭ রানে। অর্থাৎ প্রথম ইনিংসে দুই দলই সমান রান করেছে। কেউ লিড পায়নি।

ব্যাট-বলের লড়াইকে ছাড়িয়ে এখন সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে গতকাল শনিবার তৃতীয় দিনের শেষ ওভারের নাটকীয়তা, যখন ইংল্যান্ড মাত্রই নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে। শেষ ওভারে (ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভার) ইংল্যান্ডের বিরুদ্ধে সময় নষ্ট করার অভিযোগ তোলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল।

ওই ওভারে জাসপ্রিত বুমরাহ দৌড় শুরু করার সময় দু’বার ইংলিশ ব্যাটার জ্যাক ক্রাউলি স্ট্রাইক থেকে সরে দাঁড়ান। এরপর এক বলে গ্লাভসে আঘাত পেয়ে চিকিৎসা নিতে ডাকেন তিনি। তখন ভারতের কয়েকজন ফিল্ডার তার দিকে হাঁটতে হাঁটতে তালি দিতে থাকেন, যা স্পষ্টতই ব্যঙ্গাত্মক ছিল। এ নিয়ে গিল ও ক্রাউলির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে ক্রাউলির দিকে আঙুল উঁচিয়ে ধরেন গিল। ক্রাউলিও একই রকম অঙ্গভঙ্গি করেন। পরে এ ঘটনায় ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলে ইংল্যান্ড।

এর আগে দ্বিতীয় দিনে নিজেদের ফিল্ডিং ইনিংসের সময় কয়েক মিনিট ধরে মাটিতে শুয়ে চিকিৎসা নিচ্ছিলেন নিচ্ছিলেন গিল। ইংল্যান্ডের অভিযোগ, নিজে মাঠে সময় নষ্ট করে আবার সেই একই কারণে ক্রাউলির সঙ্গে উত্তেজিত বাক্য বিনিময় করে দ্বিমুখী আচরণ করেছেন গিল।

ইংল্যান্ডের বোলিং কোচ টিম সাউদির দাবি, গিলের অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, ‘দিনের শেষে দুই দলের মধ্যে উত্তেজনা থাকা স্বাভাবিক। তবে আমি বুঝতে পারছি না, শুব্মান গিল কী নিয়ে অভিযোগ করছে। কারণ গতকাল তো সারা দুপুর সে মাটিতে শুয়ে ম্যাসাজ নিচ্ছিল। এইসব আসলে খেলারই অংশ, বিশেষ করে দিনের শেষে যখন উত্তেজনা চরমে।’

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই ঘটনা নিয়ে কথা বলেছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। কেন গিল উত্তপ্ত আচরণ করেছিলেন ক্রাউলির সঙ্গে, সেটি ব্যাখ্যা করেন তিনি। ভারতের সহ-অধিনায়ক রাহুল বলেন, ‘আমরা দুই ওভার বোলিং করতে চেয়েছিলাম। ছয় মিনিট বাকি ছিল, এমন সময়ে তো কোনো দলই দুই ওভার বল করতে চাইবে। কিন্তু শেষের দিকটা একটু নাটকীয় হয়ে যায়।’তিনি আরও জানান, ভারত তখনই ইতিমধ্যে উত্তেজিত ছিল এবং ক্রাউলির দেরির কারণে সেটা আরও বেড়ে যায়।

রাহুল বলেন, ‘আমরা জানি দিনের শেষে ব্যাট করতে নামা কতটা কঠিন। তখন একটা উইকেট পেলে সেটাই আমাদের জন্য আদর্শ হতো। তবে উইকেট না পেলেও আমরা আগামীকাল পুরোপুরি উদ্যম নিয়ে খেলতে নামব।’

তিনি আরও বলেন, ‘শেষ মুহূর্তে যা ঘটেছে, সেটা এখন খেলারই অংশ। একজন ওপেনারের দৃষ্টিকোণ থেকে আমি ব্যাপারটা বুঝি। আমরা সবাই জানি কী হচ্ছিল। একজন ওপেনার অবশ্যই জানে শেষ পাঁচ মিনিটে কী হয়।’

বিজনেস আওয়ার/ ১৩ জুলাই / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: