ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিএসইসির তদন্তে প্রাইম ফাইন্যান্স গ্রুপের মানি লন্ডারিংয়ের প্রমাণ

  • পোস্ট হয়েছে : এই মাত্র
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিএফআই সিকিউরিটিজ ও প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রায় ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্ত প্রতিবেদন পাঠাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ সোমবার (১৪ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসির পরিদর্শনে প্রমাণ মিলেছে যে, এই তিন প্রতিষ্ঠান মার্জিন ঋণের অপব্যবহার করে অর্থপাচারের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর তৎকালীন পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়েছে।

উল্লেখ্য, আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিএসইসি নিয়মিতভাবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা করে থাকে। এই তদন্তও তারই অংশ।

বিজনেস আওয়ার/ ১৪ জুলাই / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিএসইসির তদন্তে প্রাইম ফাইন্যান্স গ্রুপের মানি লন্ডারিংয়ের প্রমাণ

পোস্ট হয়েছে : এই মাত্র

বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিএফআই সিকিউরিটিজ ও প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রায় ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্ত প্রতিবেদন পাঠাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ সোমবার (১৪ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসির পরিদর্শনে প্রমাণ মিলেছে যে, এই তিন প্রতিষ্ঠান মার্জিন ঋণের অপব্যবহার করে অর্থপাচারের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর তৎকালীন পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়েছে।

উল্লেখ্য, আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিএসইসি নিয়মিতভাবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা করে থাকে। এই তদন্তও তারই অংশ।

বিজনেস আওয়ার/ ১৪ জুলাই / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: