বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৯৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম রেজা জানান, রাত সাড়ে ১২টার দিকে শ্যামপুর পোস্তগোলা ব্রিজের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে ওই বৃদ্ধকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করছি অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্ত করা যাবে।
বিজনেস আওয়ার/ ১৯ জুলাই / কাওছার