বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে আজ। কোম্পানি দুটি হচ্ছে রূপালী ব্যাংক পিএলসি ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সভায় কোম্পানি দুটির নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রূপালী ব্যাংকের বোর্ড সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকটির চলতি ২০২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। যা আগের অর্থবছরে ছিল ২০ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৭০ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ অর্থবছরে বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি রূপালী ব্যাংকের পর্ষদ। আলোচ্য অর্থবছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২৩ পয়সা। যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ২৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৯৭ পয়সায়।
অন্যদিকে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আজ বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি ২০২৫ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য কোনো ডিবিডেন্ড ঘোষণা করেনি পদ্মা লাইফের পর্ষদ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরেও বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ডশ দেয়নি কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরে বিনিয়োগকারীদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি।
বিজনেস আওয়ার/ ২০ জুলাই / এ এইচ