ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শেরে বাংলায় দর্শকদের খাবারের দুর্ভোগ কমাতে নতুন উদ্যোগ বিসিবির

  • পোস্ট হয়েছে : ৯ মিনিট আগে
  • 2

স্পোর্টস ডেস্ক: ১০ টাকার চানাচুর ১৫ টাকা, ২০ টাকার চিপস বা পানি ৩০ টাকা, ৫০ টাকার আইসক্রিম ৬০-৭০ টাকা। এতদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে ভাসমান বিক্রেতাদের কাছ থেকে এভাবেই বাড়তি দামে খাবার কিনতে হতো দর্শকদের।

কেউ কেউ দামাদামি করতে গেলেও বাধঁতো ঝামেলা। কারণ, এসব বিক্রেতাদের বেশিরভাগই স্থানীয়, স্টেডিয়ামে বাড়তি প্রভাব তাদের। ফলে বাধ্য হয়ে বাড়তি দাম দিয়েই জরুরি পানি বা হালকা খাবার কিনতেন দর্শকরা।

আবার বাইরে থেকে খাবার কিনে দর্শকদের স্টেডিয়ামের ভেতরে প্রবেশের অনুমতি দিতো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে ৭-৮ ঘণ্টার একটি ম্যাচ দেখতে গেলে ক্ষুধা নিবারণের জন্য স্টেডিয়ামের ভেতরে কিছু না কিছু কিনতেই হতো দর্শকদের। এ নিয়ে বহুদিন ধরেই বিসিবি ও সেসব বিক্রেতাদের ওপর ক্ষোভ বিরাজ করছিল তাদের।

অবশেষে দর্শকদের খাদ্যসংক্রান্ত কষ্ট লাঘবের উদ্যোগ নিয়েছে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে নতুন এক নির্দেশনায় দেশের ক্রিকেট নিয়ন্ত্রকটি জানিয়েছে, দর্শকরা বাইরে থেকে খাবার ও পানীয় নিয়ে আসতে পারবেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে থেকেই এই সুবিধা পাবেন দর্শকরা। যা পুরো সিরিজে অব্যাহত থাকবে।

বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দর্শকরা নিরাপত্তা তল্লাশি পেরিয়ে খাবার ও পানীয় সঙ্গে আনতে পারবেন।

বিজনেস আওয়ার/ ২০ জুলাই / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শেরে বাংলায় দর্শকদের খাবারের দুর্ভোগ কমাতে নতুন উদ্যোগ বিসিবির

পোস্ট হয়েছে : ৯ মিনিট আগে

স্পোর্টস ডেস্ক: ১০ টাকার চানাচুর ১৫ টাকা, ২০ টাকার চিপস বা পানি ৩০ টাকা, ৫০ টাকার আইসক্রিম ৬০-৭০ টাকা। এতদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে ভাসমান বিক্রেতাদের কাছ থেকে এভাবেই বাড়তি দামে খাবার কিনতে হতো দর্শকদের।

কেউ কেউ দামাদামি করতে গেলেও বাধঁতো ঝামেলা। কারণ, এসব বিক্রেতাদের বেশিরভাগই স্থানীয়, স্টেডিয়ামে বাড়তি প্রভাব তাদের। ফলে বাধ্য হয়ে বাড়তি দাম দিয়েই জরুরি পানি বা হালকা খাবার কিনতেন দর্শকরা।

আবার বাইরে থেকে খাবার কিনে দর্শকদের স্টেডিয়ামের ভেতরে প্রবেশের অনুমতি দিতো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে ৭-৮ ঘণ্টার একটি ম্যাচ দেখতে গেলে ক্ষুধা নিবারণের জন্য স্টেডিয়ামের ভেতরে কিছু না কিছু কিনতেই হতো দর্শকদের। এ নিয়ে বহুদিন ধরেই বিসিবি ও সেসব বিক্রেতাদের ওপর ক্ষোভ বিরাজ করছিল তাদের।

অবশেষে দর্শকদের খাদ্যসংক্রান্ত কষ্ট লাঘবের উদ্যোগ নিয়েছে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে নতুন এক নির্দেশনায় দেশের ক্রিকেট নিয়ন্ত্রকটি জানিয়েছে, দর্শকরা বাইরে থেকে খাবার ও পানীয় নিয়ে আসতে পারবেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে থেকেই এই সুবিধা পাবেন দর্শকরা। যা পুরো সিরিজে অব্যাহত থাকবে।

বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দর্শকরা নিরাপত্তা তল্লাশি পেরিয়ে খাবার ও পানীয় সঙ্গে আনতে পারবেন।

বিজনেস আওয়ার/ ২০ জুলাই / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: