ঢাকা , রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না

  • পোস্ট হয়েছে : ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • 56

বিনোদন ডেস্ক: দিনভর থানা, হাসপাতাল, রেলস্টেশনসহ নানান জায়গায় খোঁজাখুঁজি করা হয় অভিনেত্রী প্রসূন আজাদের বাবাকে। অবশেষে গতকাল সন্ধ্যায় জানা যায়, তার বাবা বাসায় ফিরেছেন। তবে তার কী হয়েছিল, কোথায় গিয়েছিলেন কিছুই জানাননি পরিবারকে।

প্রসূন আজাদ সাংবাদিকদের বলেন, ‘সারা দিন আব্বুকে খুঁজেছি। তার চিন্তায় পরিবার ও আত্মীয়স্বজন সবাই ভীষণ অস্থির হয়ে ছিল। বাবা ফিরে এসেছে, এখন স্বস্তি লাগছে। কিন্তু আব্বুর কী হয়েছিল, কোথায় গিয়েছিলেন, জানতে চাইলে কিছুই বলেননি। আমরাও বেশি চাপ দিইনি। হয়তো পরে সব বলবেন। আব্বুকে ফিরে পেয়েছি, এতেই শুকরিয়া।’

গত (১৮ জুলাই) শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন অভিনেত্রী প্রসূনের বাবা। ফেসবুকে সে ঘটনা জানিয়েছিলেন তিনি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুকে তিনি লেখেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল চারটা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।’

প্রসূনের বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তার নাম আজাদ হোসেন। তার পরিবারের কাছে জানতে চাওয়া হয়, তার বাবার সঙ্গে কি কারও বিরোধ আছে? প্রসূন আজাদ বলেন, ‘আমার আব্বুর কারও সঙ্গে কোনো বিরোধ নেই। বরং তার সঙ্গে সবার খুব ভালো সম্পর্ক। তিনি ভীষণ প্রাণখোলা মানুষ। আড্ডা দিতে ভালোবাসেন। আমার পরোপকারী আব্বু গেল কোরবানিতেও একজন অসহায় মানুষকে নিজের টাকা দিয়ে ঘর বানিয়ে দিয়েছেন। এটা বলছি এই কারণে যে, সে বরাবরই খুবই পরোপকারী একজন মানুষ।’

প্রসূন আজাদ ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর একাধিক নাটকে ও কিছু সিনেমায় অভিনয় করেছেন। পরে হঠাৎ অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। সর্বশেষ গত বছর তার অভিনীত ‘পদ্মাপুরাণ’ সিনেমা মুক্তি পায়। দুই সন্তানের মা প্রসূন এখন সংসারে মনোযোগ দিয়েছেন।

বিজনেস আওয়ার/ ২০ জুলাই / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না

পোস্ট হয়েছে : ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

বিনোদন ডেস্ক: দিনভর থানা, হাসপাতাল, রেলস্টেশনসহ নানান জায়গায় খোঁজাখুঁজি করা হয় অভিনেত্রী প্রসূন আজাদের বাবাকে। অবশেষে গতকাল সন্ধ্যায় জানা যায়, তার বাবা বাসায় ফিরেছেন। তবে তার কী হয়েছিল, কোথায় গিয়েছিলেন কিছুই জানাননি পরিবারকে।

প্রসূন আজাদ সাংবাদিকদের বলেন, ‘সারা দিন আব্বুকে খুঁজেছি। তার চিন্তায় পরিবার ও আত্মীয়স্বজন সবাই ভীষণ অস্থির হয়ে ছিল। বাবা ফিরে এসেছে, এখন স্বস্তি লাগছে। কিন্তু আব্বুর কী হয়েছিল, কোথায় গিয়েছিলেন, জানতে চাইলে কিছুই বলেননি। আমরাও বেশি চাপ দিইনি। হয়তো পরে সব বলবেন। আব্বুকে ফিরে পেয়েছি, এতেই শুকরিয়া।’

গত (১৮ জুলাই) শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন অভিনেত্রী প্রসূনের বাবা। ফেসবুকে সে ঘটনা জানিয়েছিলেন তিনি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুকে তিনি লেখেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল চারটা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।’

প্রসূনের বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তার নাম আজাদ হোসেন। তার পরিবারের কাছে জানতে চাওয়া হয়, তার বাবার সঙ্গে কি কারও বিরোধ আছে? প্রসূন আজাদ বলেন, ‘আমার আব্বুর কারও সঙ্গে কোনো বিরোধ নেই। বরং তার সঙ্গে সবার খুব ভালো সম্পর্ক। তিনি ভীষণ প্রাণখোলা মানুষ। আড্ডা দিতে ভালোবাসেন। আমার পরোপকারী আব্বু গেল কোরবানিতেও একজন অসহায় মানুষকে নিজের টাকা দিয়ে ঘর বানিয়ে দিয়েছেন। এটা বলছি এই কারণে যে, সে বরাবরই খুবই পরোপকারী একজন মানুষ।’

প্রসূন আজাদ ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর একাধিক নাটকে ও কিছু সিনেমায় অভিনয় করেছেন। পরে হঠাৎ অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। সর্বশেষ গত বছর তার অভিনীত ‘পদ্মাপুরাণ’ সিনেমা মুক্তি পায়। দুই সন্তানের মা প্রসূন এখন সংসারে মনোযোগ দিয়েছেন।

বিজনেস আওয়ার/ ২০ জুলাই / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: