বিজনেস আওয়ার প্রতিবেদক: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর তাৎক্ষণিক হতাহতদের সাহায্যে জরুরি সহায়তা কেন্দ্র স্থাপন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঘটনার তৃতীয় দিনেও এই সহায়তা কেদ্র চালু রাখে সংগঠনটি।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর চানখাঁরপুল এলাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে ঘুরে তাদের সহায়তা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, সংগঠনটির নেতাকর্মীরা হলুদ রঙের স্বেচ্ছাসেবক ভেস্ট পরে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। তারা সেখানে অপ্রয়োজনে কোনো গাড়ি দাঁড়াতে দিচ্ছেন না। পাশাপাশি হাসপাতালে আসা রোগীর স্বজনদের ঢুকতে ও বের হতে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করছেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মূল ফটকের পাশেই কয়েকটি চেয়ার ও টেবিল নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে তাদের। ছাত্রদলের জরুরি সহায়তা কেন্দ্রে বিভিন্ন গ্রুপের রক্ত দিতে আগ্রহীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরপর হাসপাতালের চাহিদা অনুযায়ী তালিকায় থাকা নামগুলোতে কল করে রক্তদাতাদের হাসপাতাল পর্যন্ত আসতে সহযোগিতা করা হচ্ছে। রক্তদান করতে আসা স্বেচ্ছাসেবকদেরও বিভিন্নভাবে সহায়তা করছে সংগঠনটি। এ ছাড়াও রোগীর স্বজনদের জন্যে ঠান্ডা পানি এবং স্যালাইন সরবরাহ করছেন তারা।
এর আগে বুধবার দুপুরে হাসপাতালে অবস্থানরত রোগীর স্বজনদের দুপুরের খাবার, পানি এবং ডাব সরবরাহ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। জানা যায়, সংগঠনের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় কয়েকটি থানা শাখার সমন্বয়ে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ছাত্রদলের জরুরি সহায়তায় গঠিত মেডিকেল টিমের সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা বলেন, টিম গঠনের পর থেকেই আমরা কাজ করছি। রক্তসহ সবকিছু আমাদের প্রস্তুত করাই আছে, যখন যা প্রয়োজন হচ্ছে তা আমরা সঙ্গে সঙ্গেই সরবরাহ করছি। সেক্ষেত্রে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা আমাদের সহযোগিতা করছে। আইসিইউতে যারা আছে তাদের অবস্থা একটু বেশি ক্রিটিক্যাল। আমরা ছাত্রদলের মেডিকেল টিম সার্বক্ষণিক সহযোগিতা চালু রেখেছি।
দায়িত্ব পালনরত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আকতার শুভ বলেন, দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা কাজ শুরু করি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের যে কোনো ক্রান্তিলগ্নে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। সেই ধারাবাহিকতায় আমরা আমাদের সহায়তা কার্যক্রম চলমান রেখেছি।
বিজনেস আওয়ার/ ২৪ জুলাই / কাওছার