স্পোর্টস ডেস্ক: নতুন মৌসুমের আগে ইউরোপীয় কিছু ক্লাব এশিয়া মহাদেশ ভ্রমণ করছে, এসব অঞ্চলের ক্লাবগুলোর সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলছে। বার্সেলোনাও সফরকারী ক্লাবগুলোর মধ্যে অন্যতম। তবে স্প্যানিশ চ্যাম্পিয়ন ক্লাবটি চলতি মাসের জাপান সফরটি বাতিল করে দিয়েছে। এই সফর বাতিলের কারণ হিসেবে আয়োজক প্রতিষ্ঠানের চুক্তিভঙ্গের কথা জানিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।
এর ফলে আগামী রোববার ভিসেল কোবের বিপক্ষে প্রাক মৌসুম ফ্রেন্ডলি ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না। তবে বার্সা জানিয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে এখনো দক্ষিণ কোরিয়া সফরে যেতে প্রস্তুত তারা। দক্ষিণ কোরিয়া সফরে দুটি ম্যাচ খেলার কথা রয়েছে বার্সার। এর মধ্যে ৩১ জুলাই এফসি সিউলের বিপক্ষে ও ৪ আগস্ট ডেগু এফসির বিপক্ষে।
ইএসপিএনের বরাতে জানা গেছে, আয়োজকদের পক্ষ থেকে বার্সার অংশগ্রহণের জন্য যে অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাতে গড়মিল ছিল। সেটিই চুক্তিভঙ্গের মূল কারণ।
বার্সা এক বিবৃতিতে বলেছে, ‘চুক্তিভঙ্গের একটি গুরুতর ঘটনার কারণে ক্লাবটি রোববার জাপানে নির্ধারিত ম্যাচে অংশগ্রহণ স্থগিত করতে বাধ্য হয়েছে। তবে ক্লাব দক্ষিণ কোরিয়ায় গ্রীষ্মকালীন সফরের অংশ পুনর্বিন্যাস করতে রাজি।’
‘যদি সুনির্দিষ্ট শর্তগুলো পূরণ করা হয়, তাহলে ক্লাবটি শিগগিরই দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেবে। বার্সেলোনা এই ঘটনাটি ও জাপানের বিপুলসংখ্যক বার্সা সমর্থকদের উপর এর প্রভাব নিয়ে দুঃখ প্রকাশ করছে।’
এশিয়া সফর শেষে আগামী ১০ আগস্ট ইতালিয়ান ক্লাব কোমোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বার্সা , যা হবে তাদের ঘরের মাঠ এস্তাদি জোহান ক্রুয়েফে। এরপর হানসি ফ্লিবের দল ১৬ আগস্ট মায়োর্কার মাঠে গিয়ে শুরু করবে তাদের লা লিগা শিরোপা ধরে রাখার মিশন।
বিজনেস আওয়ার/ ২৪ জুলাই / রানা