বিজনেস আওয়ার ডেস্ক: থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সংঘাত এখনো চলছেই। কম্বোডিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে আরও ১২ জন নিহত হয়েছে। ফলে সংঘাতে দুদেশে নিহতের সংখ্যা এখন ৩২ জনে দাঁড়িয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই প্রতিবেশী দেশ দুটি আরও দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা আরও বাড়ছে। খবর আল জাজিরার।
কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা শনিবার সাংবাদিকদের জানিয়েছেন, আরও সাতজন বেসামরিক নাগরিক এবং পাঁচজন সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার বৌদ্ধ প্যাগোডায় থাইল্যান্ডের রকেট হামলায় আরও একজন কম্বোডিয়ান নিহত হয়েছেন বলে জানা গেছে। কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা বলেন, কমপক্ষে ৫০ জন কম্বোডিয়ান বেসামরিক নাগরিক এবং ২০ জনেরও বেশি সৈন্য আহত হয়েছেন।
এদিকে থাইল্যান্ড জানিয়েছে, গত কয়েকদিনের সংঘাতে শিশুসহ ১৩ জন বেসামরিক নাগরিক এবং ছয়জন সৈন্য নিহত হয়েছে। এছাড়া কম্বোডিয়ার হামলায় আরও ২৯ জন থাই সেনা এবং ৩০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
কম্বোডিয়ার প্রিয়াহ ভিহিয়ার প্রদেশের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে কম্বোডিয়ার সংবাদমাধ্যম দ্য খেমার টাইমস জানিয়েছে, থাইল্যান্ডের সঙ্গে দেশটির উত্তর সীমান্ত থেকে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
অপরদিকে থাই কর্মকর্তারা জানিয়েছেন, থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চল থেকে ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এজন্য প্রায় ৩০০ কেন্দ্র খোলা হয়েছে। শুক্রবার কম্বোডিয়া সীমান্তবর্তী আট জেলায় সামরিক আইন ঘোষণা করেছে থাইল্যান্ড।
বিজনেস আওয়ার/ ২৬ জুলাই / হাসান