ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ

  • পোস্ট হয়েছে : ৫৩ মিনিট আগে
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক:মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা, রাজনীতিক ও মানবাধিকারকর্মী নুরুল ইজ্জাহ আনোয়ার এক দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন।

শনিবার (২৬ জুলাই) রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং তরুণ উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র।

সফরের শুরুতে আজ বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফা সিদ্দিকীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ করার কথা। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই বিপ্লব ২০২৪-এর উত্তরাধিকার : বাংলাদেশের পুনর্গঠন’ শীর্ষক এক সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে বক্তারা জুলাই বিপ্লবের সামাজিক ও রাজনৈতিক প্রভাব, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার নিয়ে আলোচনা করবেন।

সম্মেলন শেষে বিকেলে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে, সফরের অংশ হিসেবে তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। তবে এ সফরে তিনি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে দেখা করবেন না বলে নিশ্চিত করেছে একটি সূত্র।

পরে নুরুল ইজ্জাহর লেখক ফরহাদ মজহারের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে তিনি রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

বিজনেস আওয়ার/ ২৭ জুলাই / কাওছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঢাকায় আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ

পোস্ট হয়েছে : ৫৩ মিনিট আগে

বিজনেস আওয়ার প্রতিবেদক:মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা, রাজনীতিক ও মানবাধিকারকর্মী নুরুল ইজ্জাহ আনোয়ার এক দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন।

শনিবার (২৬ জুলাই) রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং তরুণ উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র।

সফরের শুরুতে আজ বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফা সিদ্দিকীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ করার কথা। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই বিপ্লব ২০২৪-এর উত্তরাধিকার : বাংলাদেশের পুনর্গঠন’ শীর্ষক এক সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে বক্তারা জুলাই বিপ্লবের সামাজিক ও রাজনৈতিক প্রভাব, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার নিয়ে আলোচনা করবেন।

সম্মেলন শেষে বিকেলে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে, সফরের অংশ হিসেবে তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। তবে এ সফরে তিনি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে দেখা করবেন না বলে নিশ্চিত করেছে একটি সূত্র।

পরে নুরুল ইজ্জাহর লেখক ফরহাদ মজহারের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে তিনি রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

বিজনেস আওয়ার/ ২৭ জুলাই / কাওছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: