বিজনেস আওয়ার প্রতিবেদক: সাভারের জিরানি বাজার গোয়ালবাড়ি এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। তারা হলেন, মিন্টু (৩৫) ও স্ত্রী ববিতা (৩০)। রোববার (২৭ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে দেওয়া হয়েছে।
দগ্ধ ববিতার ভাই প্রেমানন্দ বলেন, আমার বোন দুলাভাই একটি গার্মেন্টসে চাকরি করেন। গতকাল রাত ৯টার দিকে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তারা দুজন দগ্ধ হয়। উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দেওয়া হয়।
তিনি বলেন, আমার দুলাভাইয়ের বাড়ি কুড়িগ্রামে। বর্তমানে সাভার জিরানী বাজার গোয়ালবাড়ি এলাকায় থাকতেন। তাদের দুই ছেলে এক মেয়ে রয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সাভার জিরানী বাজার গোয়ালবাড়ি এলাকা থেকে স্বামী-স্ত্রী দুজন দগ্ধ হয়ে এখানে এসেছেন। মিন্টুর শরীরে ৬০ শতাংশ দগ্ধ ও তার স্ত্রী ববিতা ৩৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
বিজনেস আওয়ার/ ২৮ জুলাই / কাওছার