ঢাকা , সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বর্ষীয়ান সংগীতশিল্পী সুপ্রকাশ চাকী মারা গেছেন

  • পোস্ট হয়েছে : ৯ মিনিট আগে
  • 1

বিনোদন ডেস্ক: বাংলা সংগীত জগতের অন্যতম শ্রদ্ধেয় নাম সুপ্রকাশ চাকী আর নেই। রবিবার, ২৭ জুলাই বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দক্ষিণ কলকাতার গড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলা সংগীত মহলে। প্রথাগত রাগ সংগীত থেকে শুরু করে আধুনিক বাংলা গান দুই ধারাতেই সমান পারদর্শী ছিলেন সুপ্রকাশ চাকী। বহু দশক ধরে আকাশবাণী কলকাতার নিয়মিত শিল্পী হিসেবে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। পাশাপাশি, শিক্ষকতা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বাণীচক্র সংগীত শিক্ষায়তনে। সেখানে তার সান্নিধ্যে গড়ে উঠেছে বহু প্রতিভাবান শিল্পী।

গত বছর সুপ্রকাশ চাকীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে, উদ্বিগ্ন হয়ে ওঠেন সহশিল্পীরা। খবর পৌঁছায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শীর্ষ মহলেও। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎকালীন সংগীত ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন, স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র এবং চেয়ারম্যান পল্লব কুমার দাস সরাসরি শিল্পীর বাড়িতে যান। তারা শিল্পী সুপ্রকাশ ও তার পরিবারের খোঁজখবর নেন।

শুধু প্রশাসনিক স্তরেই নয়, ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছিলেন ইন্দ্রনীল সেন নিজেও। শিল্পীর হাতে তুলে দিয়েছিলেন ব্যক্তিগত সঞ্চয় থেকে ১ লক্ষ টাকা।

বিজনেস আওয়ার/ ২৮ জুলাই / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বর্ষীয়ান সংগীতশিল্পী সুপ্রকাশ চাকী মারা গেছেন

পোস্ট হয়েছে : ৯ মিনিট আগে

বিনোদন ডেস্ক: বাংলা সংগীত জগতের অন্যতম শ্রদ্ধেয় নাম সুপ্রকাশ চাকী আর নেই। রবিবার, ২৭ জুলাই বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দক্ষিণ কলকাতার গড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলা সংগীত মহলে। প্রথাগত রাগ সংগীত থেকে শুরু করে আধুনিক বাংলা গান দুই ধারাতেই সমান পারদর্শী ছিলেন সুপ্রকাশ চাকী। বহু দশক ধরে আকাশবাণী কলকাতার নিয়মিত শিল্পী হিসেবে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। পাশাপাশি, শিক্ষকতা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বাণীচক্র সংগীত শিক্ষায়তনে। সেখানে তার সান্নিধ্যে গড়ে উঠেছে বহু প্রতিভাবান শিল্পী।

গত বছর সুপ্রকাশ চাকীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে, উদ্বিগ্ন হয়ে ওঠেন সহশিল্পীরা। খবর পৌঁছায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শীর্ষ মহলেও। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎকালীন সংগীত ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন, স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র এবং চেয়ারম্যান পল্লব কুমার দাস সরাসরি শিল্পীর বাড়িতে যান। তারা শিল্পী সুপ্রকাশ ও তার পরিবারের খোঁজখবর নেন।

শুধু প্রশাসনিক স্তরেই নয়, ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছিলেন ইন্দ্রনীল সেন নিজেও। শিল্পীর হাতে তুলে দিয়েছিলেন ব্যক্তিগত সঞ্চয় থেকে ১ লক্ষ টাকা।

বিজনেস আওয়ার/ ২৮ জুলাই / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: