ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ বিরতি, শুল্কবিরতির মেয়াদ বাড়াতে সম্মত

  • পোস্ট হয়েছে : ১০ মিনিট আগে
  • 1

বিজনেস আওয়ার ডেস্ক: বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধে কিছুটা শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও চীন শুল্কবিরতির মেয়াদ আরও ৯০ দিন বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

সুইডেনের স্টকহোমে টানা দুই দিনব্যাপী গঠনমূলক আলোচনা শেষে মঙ্গলবার এ সিদ্ধান্তে পৌঁছায় উভয় পক্ষ। তবে আলোচনায় চূড়ান্ত কোনো বাণিজ্য চুক্তি বা বড় ধরনের অগ্রগতি সম্পর্কে ঘোষণা দেওয়া হয়নি।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাংবাদিকদের বলেন, “বৈঠক খুবই গঠনমূলক ছিল। আমরা একটি ইতিবাচক দিকেই যাচ্ছি, তবে এখনও প্রেসিডেন্টের চূড়ান্ত অনুমোদন বাকি।”

১২ আগস্ট শেষ হচ্ছে পূর্বের ৯০ দিনের শুল্কবিরতির সময়সীমা। নতুন করে মেয়াদ বাড়বে কি না, তা নির্ধারণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ওয়াশিংটনে ফিরে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছেন। পরে তিনি জানান, চীনের সঙ্গে আলোচনার সংক্ষিপ্ত বিবরণ তাঁকে দিয়েছেন বেসেন্ট। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, “শুল্কবিরতির সময়সীমা আরও ৯০ দিন বাড়ানো একটি সম্ভাব্য বিকল্প।”

চীনের সঙ্গে আলোচনাকে মার্কিন প্রশাসন জটিল হিসেবে দেখছে। কারণ দেশটি কেবল বড় অর্থনীতি নয়, বিশ্বজুড়ে বিরল খনিজের প্রধান রপ্তানিকারকও।

গত মে মাসে দুই দেশ তিন অঙ্কের শুল্ক আরোপ থেকে বিরত থেকে বর্তমান শুল্কবিরতি শুরু করেছিল। চুক্তিহীন পরিস্থিতিতে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলা ও বাজার অস্থিরতার আশঙ্কা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে পরিস্থিতির উন্নতির জন্য নজর রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই।

বিজনেস আওয়ার/ ৩০ জুলাই / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ বিরতি, শুল্কবিরতির মেয়াদ বাড়াতে সম্মত

পোস্ট হয়েছে : ১০ মিনিট আগে

বিজনেস আওয়ার ডেস্ক: বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধে কিছুটা শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও চীন শুল্কবিরতির মেয়াদ আরও ৯০ দিন বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

সুইডেনের স্টকহোমে টানা দুই দিনব্যাপী গঠনমূলক আলোচনা শেষে মঙ্গলবার এ সিদ্ধান্তে পৌঁছায় উভয় পক্ষ। তবে আলোচনায় চূড়ান্ত কোনো বাণিজ্য চুক্তি বা বড় ধরনের অগ্রগতি সম্পর্কে ঘোষণা দেওয়া হয়নি।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাংবাদিকদের বলেন, “বৈঠক খুবই গঠনমূলক ছিল। আমরা একটি ইতিবাচক দিকেই যাচ্ছি, তবে এখনও প্রেসিডেন্টের চূড়ান্ত অনুমোদন বাকি।”

১২ আগস্ট শেষ হচ্ছে পূর্বের ৯০ দিনের শুল্কবিরতির সময়সীমা। নতুন করে মেয়াদ বাড়বে কি না, তা নির্ধারণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ওয়াশিংটনে ফিরে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছেন। পরে তিনি জানান, চীনের সঙ্গে আলোচনার সংক্ষিপ্ত বিবরণ তাঁকে দিয়েছেন বেসেন্ট। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, “শুল্কবিরতির সময়সীমা আরও ৯০ দিন বাড়ানো একটি সম্ভাব্য বিকল্প।”

চীনের সঙ্গে আলোচনাকে মার্কিন প্রশাসন জটিল হিসেবে দেখছে। কারণ দেশটি কেবল বড় অর্থনীতি নয়, বিশ্বজুড়ে বিরল খনিজের প্রধান রপ্তানিকারকও।

গত মে মাসে দুই দেশ তিন অঙ্কের শুল্ক আরোপ থেকে বিরত থেকে বর্তমান শুল্কবিরতি শুরু করেছিল। চুক্তিহীন পরিস্থিতিতে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলা ও বাজার অস্থিরতার আশঙ্কা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে পরিস্থিতির উন্নতির জন্য নজর রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই।

বিজনেস আওয়ার/ ৩০ জুলাই / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: