বিজনেস আওয়ার ডেস্ক: ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শুক্রবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে, তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। খবর এএফপির।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে। ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠেছে বলেও জানানো হয়।
এদিকে হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি একটি ভিডিও বিবৃতিতে বলেন, প্যালেস্টাইন ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেইসরায়েলের বিরুদ্ধে বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা।
ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে বলে দাবি করা হুথিরা গত মার্চে শেষ হওয়া গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় তাদের আক্রমণ স্থগিত করেছিল। কিন্তু ইসরায়েল পুনরায় বড় ধরনের অভিযান শুরুর পর হুথিরাও নতুন করে হামলা চালাচ্ছে।
এর আগে ইসরায়েলও ইয়েমেনের বেশ কিছু এলাকায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। হুথি-অধিষ্ঠিত বন্দর এবং হুথি-নিয়ন্ত্রিত রাজধানী সানার বিমানবন্দর লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
বিজনেস আওয়ার/ ০৩ আগস্ট / হাসান