ঢাকা , রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের শুল্ক কমায় শুরুতেই শেয়ারবাজারে বড় উত্থান

  • পোস্ট হয়েছে : ২৮ মিনিট আগে
  • 2

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করায় আজ রোববার (৩ আগস্ট) লেনদেনের শুরুতে দেশের শেয়ারবাজারে বড় উত্থান দেখা যাচ্ছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। দাম বাড়ার এই তালিকায় নেতৃত্ব দিচ্ছে বস্ত্র খাতের প্রতিষ্ঠানগুলো।

প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইতে তালিকাভুক্ত ৫৮টি বস্ত্র কোম্পানির মধ্যে ৫৫টি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে একটির শেয়ার দাম বেড়েছে। বস্ত্র কোম্পানিগুলোর এমন দাপটে ডিএসইর প্রধান মূল্য সূচক প্রায় ১০০ পয়েন্ট বেড়ে গেছে।

মূল্য সূচকের বড় উত্থানের পাশাপাশি লেনদেনও বেশ ভালো গতি দেখা যাচ্ছে। প্রথম ঘণ্টায় ডিএসইতে চারশো কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। অন্য শেয়ারবাজার সিএসইতে প্রধান সূচক ২০০ পয়েন্টের বেশি।

যুক্তরাষ্ট্রে প্রথম দফায় বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। দফায় দফায় আলোচনার মাধ্যমে সেই পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার রাতে এই শুল্ক কমানোর সংবাদ আসে।

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোর সংবাদ আসার পর রোববার শেয়ারবাজারে প্রথম লেনদেন হচ্ছে। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্য সূচক ৩৬ পয়েন্ট বেড়ে যায়।

লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা প্রথম ঘণ্টাজুড়েই অব্যাহত থাকে। এমনকি লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও বাড়তে থাকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ২ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ৯৪ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক ২৩ পয়েন্ট বেড়েছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৯টির। আর ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪২১ কোটি ১৩ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১৮ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২ কোটি ৪৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৮৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

বিজনেস আওয়ার/ ০৩ আগস্ট / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যুক্তরাষ্ট্রের শুল্ক কমায় শুরুতেই শেয়ারবাজারে বড় উত্থান

পোস্ট হয়েছে : ২৯ মিনিট আগে

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করায় আজ রোববার (৩ আগস্ট) লেনদেনের শুরুতে দেশের শেয়ারবাজারে বড় উত্থান দেখা যাচ্ছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। দাম বাড়ার এই তালিকায় নেতৃত্ব দিচ্ছে বস্ত্র খাতের প্রতিষ্ঠানগুলো।

প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইতে তালিকাভুক্ত ৫৮টি বস্ত্র কোম্পানির মধ্যে ৫৫টি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে একটির শেয়ার দাম বেড়েছে। বস্ত্র কোম্পানিগুলোর এমন দাপটে ডিএসইর প্রধান মূল্য সূচক প্রায় ১০০ পয়েন্ট বেড়ে গেছে।

মূল্য সূচকের বড় উত্থানের পাশাপাশি লেনদেনও বেশ ভালো গতি দেখা যাচ্ছে। প্রথম ঘণ্টায় ডিএসইতে চারশো কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। অন্য শেয়ারবাজার সিএসইতে প্রধান সূচক ২০০ পয়েন্টের বেশি।

যুক্তরাষ্ট্রে প্রথম দফায় বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। দফায় দফায় আলোচনার মাধ্যমে সেই পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার রাতে এই শুল্ক কমানোর সংবাদ আসে।

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোর সংবাদ আসার পর রোববার শেয়ারবাজারে প্রথম লেনদেন হচ্ছে। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্য সূচক ৩৬ পয়েন্ট বেড়ে যায়।

লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা প্রথম ঘণ্টাজুড়েই অব্যাহত থাকে। এমনকি লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও বাড়তে থাকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ২ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ৯৪ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক ২৩ পয়েন্ট বেড়েছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৯টির। আর ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪২১ কোটি ১৩ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১৮ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২ কোটি ৪৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৮৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

বিজনেস আওয়ার/ ০৩ আগস্ট / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: