বিনোদন ডেস্ক: মোহিত সুরি নির্মিত ‘সাইয়ারা’ সিনেমাটি গত ১৮ জুলাই মুক্তি পেয়েছে। এটি মুক্তির ১৬ দিন পার হয়েছে। তবে এখনো বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে ‘সাইয়ারা’। সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নবাগত অহান পান্ডে ও অনিত পাড্ডা। এরই মধ্যেই অনিত ও আহানের জুটি বেশ পছন্দ করেছেন সিনেমাপ্রেমীরা।
শনিবার (২ আগস্ট) সিনেমাটি কত আয় করেছে তা জেনে নেওয়া যাক। যশরাজের ব্যানারে নির্মিত ‘সাইয়ারা’ সমালোচকদের পাশাপাশি তারকাদের কাছ থেকেও দারুণ প্রশংসা পেয়েছে। সিনেমাটির গানও এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। তবে বক্স অফিসে ‘সাইয়ারা’র মুখোমুখি দুটি বড় সিনেমা। প্রথমটি অজয় দেবগনের ‘সন অফ সর্দার ২’ এবং দ্বিতীয়টি সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরির সিনেমা ‘ধড়ক ২’।
বক্স অফিসে প্রতিযোগিতা বাড়লেও শনিবার বেশ ভালো আয় করেছে ‘সাইয়ারা’। প্রথম দিনে সিনেমাটি আয় করে ২১ কোটি রুপি। বিনোদন অঙ্গনের তথ্যদাতা ওয়েব সাইট ‘স্যাকনিল্ক’র প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, ‘সাইয়ারা’র শনিবারের আয় ৬ দশমিক ৩৫ কোটি রুপি। আর শনিবার পর্যন্ত সিনেমার মোট আয় ২৯১ দশমিক ৩৫ কোটি রুপি। অর্থাৎ ৩০০ কোটির ক্লাবের কাছাকাছি পৌঁছেছে ‘সাইয়ারা’।
বলিউড যখন দক্ষিণী ছবির দাপটে ধুঁকছে, ঠিক তখনই দুই নতুন মুখ আর স্বল্প বাজেট নিয়ে নির্মিত ‘সাইয়ারা’ সিনেমার অভাবনীয় সাফল্য অবাক করেছে সবাইকে।
অনেকেই মনে করছেন, সাধারণ গল্পের অসাধারণ উপস্থাপন সিনেমাটিকে অনন্য মাত্রা দিয়েছে। দর্শকের কাছে উপভোগ্য করে তুলেছে। সিনেমাটির গল্প একেবারেই পরিচিত। তরুণ বয়সের প্রেম, আবেগ আর হৃদয়ভাঙা মুহূর্ত। কিন্তু মোহিত সুরির কৌশলী নির্মাণে তা হয়ে উঠেছে জাদুকরী। ‘সাইয়ারা’ প্রেমকে নতুন সংজ্ঞা দেয়নি, বরং চিরন্তন ভালোবাসার আবেগকে ছুঁয়েছে সহজ অথচ গভীরভাবে।
‘সাইয়ারা’ ভিন্নধর্মী কোনো থ্রিলার নয়, সুইস ভ্যালির রোমান্স কিংবা সুপারহিরো যুদ্ধও নয়। এটি দুই সাধারণ মানুষের ভালোবাসার গল্প, যারা শুধু ভালোবেসে বেঁচে থাকতে চায়। চরিত্র দুটো বাস্তব, তাদের স্বপ্ন-ভয়-ভাঙাগড়ার গল্পে নিজেকে খুঁজে পেয়েছেন দর্শকরা।
অনেকে দাবি করছেন, ‘সাইয়ারা’র সবচেয়ে বড় শক্তি এর সংগীত। নির্মাতা মোহিত সুরি প্রায় পাঁচ বছর সময় নিয়ে গানগুলো বেছে নিয়েছেন। প্রতিটি সুর যেন একটি করে কবিতার পঙ্ক্তি, যা দর্শকের মনে আবেগের ঢেউ তোলে। এ কারণেই সংগীতপ্রেমী দর্শক ছবির সঙ্গে গভীরভাবে একাত্মতা বোধ করছেন।
এই সিনেমা জেনারেশন জেড অর্থাৎ বর্তমান তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলে। ফোনে কনটেন্ট দেখা অভ্যস্ত তরুণরা বড় পর্দায় ফিরেছেন। শুধু প্রচারণায় নয়, বরং আবেগে টানেই তারা হলমুখী হয়েছেন। সিনেমাটি তাদের ট্রমা, ভালোবাসা ও জীবনের জটিল বাস্তবতাকে স্পর্শ করেছে।
বলিউড সবসময়ই রোমান্টিক ঘরনাকে দারুণভাবে গ্রহণ করেছে। এভাবেও বলা যায় রোমান্টিক গল্পে বলিউড অনেক বেশি সাফল্য পেয়েছে। শাহরুখ খানের মতো কিং খানেরও দেখা মিলেছে রোমান্টিক ধারাতেই। অনেকদিন পর বলিউড একটা নিটোলে প্রেমের গল্পে ফিরেছে ‘সাইয়ারা’ দিয়ে। ‘আশিকি’, ‘রকস্টার’, ‘বীর-জারা’, ‘সনম তেরি কসম’- এই ছবিগুলো বলিউডে প্রেমের ধারাকে প্রতিষ্ঠা করেছিল। সেই ধারা অনেকদিন অনুপস্থিত ছিল। ‘সাইয়ারা’ সেই শূন্যস্থান পূরণ করেছে এবং দর্শক যেন আবার খাঁটি প্রেমের গল্পে ফিরে গেছেন।
সব মিলিয়ে ‘সাইয়ারা’ দেখিয়েছে যদি গল্প খাঁটি হয়, সংগীত হৃদয় ছুঁয়ে যায়, আর নির্মাণে আবেগ থাকে, তবে দর্শক তা সাদরে গ্রহণ করে। সম্ভবত এ কারণেই এত জনপ্রিয় হয়েছে ‘সাইয়ারা’।
আওয়ার/ ০৩ আগস্ট / রানা