বিজনেস আওয়ার ডেস্ক: সম্প্রতি বিমানবন্দরে বিটিএসের জাংকুকে ইউভি সান প্রোটেকশন ফেস মাস্ক পরতে দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড ইউ টু স্পোর্টসের ফুল-ফেস মাস্কটি পরে বেশ আলোচনায় জাংকুক। বিমানবন্দরে মাস্ক পরা সাধারণ ব্যাপার হলেও জাংকুকের এই মাস্ক অনেককে অবাক করেছে। এমনকি ওয়েবসাইটে বিক্রির হিড়িক পরে যায়, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সব মাস্ক বিক্রি হয়ে যায়।
কিন্তু জানেন কি, এই ইউভি সান প্রোটেকশন ফেস মাস্কটির বিশেষত্ব কী? কী কী কাজ করে এবং ত্বকের জন্য কতটুকু নিরাপদ? আসুন জেনে নেওয়া যাক-
ইউভি ব্লক বালাক্লাভা সান প্রোটেকশন ফেস মাস্কটি কী?
এটি সাধারণ ফেস মাস্ক নয়, এটি ইউভি-ব্লকিং বালাক্লাভা স্টাইলের সানস্ক্রিন মাস্ক। মুখ এবং ঘাড়ের নিচের অর্ধেক ঢেকে রাখে। বালাক্লাভা হলো এক ধরনের কাপড়ের টুপি যা মুখের শুধু কিছু অংশ উন্মুক্ত রাখার জন্য তৈরি। বর্তমানে এটি একটি জনপ্রিয় ট্রেন্ড। এই মাস্ক মাথা ও ঘাড় ঢেকে রাখে। এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন পাবেন। সাধারণত হাইকিং, মাছ ধরা, গাড়ি চালানো, বিমানবন্দর কিংবা দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য এই মাস্ক বেশ উপকারী।
কী উপকার করে
মুখ এবং ঘাড়কে ক্ষতিকারক সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী (ইউভি) রশ্মি থেকে রক্ষা করে। এটি ত্বকের ক্যানসারের ঝুঁকি কমাতে, রোদে পোড়া প্রতিরোধ করতে এবং অকাল বার্ধক্য ও ত্বকের দাগ হওয়া থেকে বাঁচায়। ধুলা, দূষণ এবং অ্যালার্জি থেকে রক্ষা করতে পারে। নিশ্বাস নেওয়ার সময় ধুলা এবং বাতাসকে আটকে দেয়। এছাড়া ত্বককে ঠান্ডা ও শুষ্ক রাখে।
যত্নের নেবেন যেভাবে
মাস্কটি ভালোভাবে ধুয়ে ছায়ায় শুকিয়ে নিতে হবে। মাস্ক না ধোয়া হলে ত্বকে জ্বালাপোড়া হতে পারে। সঠিকভাবে যত্ন নিলে একটা মাস্ক ১ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
যেসব বিষয় এড়িয়ে চলবেন
> সঠিক ইউভি রেটিং দেখে কিনুন সস্তায় কিনে ধরা খাবেন না।
> মুখের ইলাস্টিক সহজেই ছিঁড়ে যায় তাই মুখের মাপ অনুযায়ী কিনুন।
> স্বাস্থ্য সুরক্ষার জন্য ফেস মাস্কটি শুধু রোদ, ধুলার জন্য ব্যবহার করুন।
কোথায় পাবেন
বাংলাদেশে এই ধরনের ফেস মাস্ক অনলাইন শপিং প্ল্যাটফর্ম কিনতে পারবেন। যেমন দারাজ, ইউ বাই ইত্যাদি থেকে।
আওয়ার/ ০৩ আগস্ট / হাসান