বিজনেস আওয়ার ডেস্ক: ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ২০২২ সালের নির্বাচন হেরে যাওয়ার পর ক্ষমতায় থাকার উদ্দেশ্যে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রায় এমন সময়ে এলো, যখন ট্রাম্প নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের রাজনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনা তীব্রতর হচ্ছে।
এই মামলার তত্ত্বাবধায়ক বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস বলেন, ৭০ বছর বয়সী বলসোনারো তার সংসদ সদস্য পুত্রদের মাধ্যমে রাজনৈতিক বার্তা ছড়িয়ে আগের আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছেন।
আদেশ অনুযায়ী, বলসোনারোকে ব্রাসিলিয়ায় গৃহবন্দি থাকতে হবে, তিনি রিওর নিজ বাসায়ও থাকতে পারবেন না। আদালত আরও নির্দেশ দিয়েছে, তার সব মোবাইল ফোন জব্দ করতে এবং কেবল ঘনিষ্ঠ আত্মীয় ও আইনজীবীদের সাথে সাক্ষাতের অনুমতি দিতে হবে।
বলসোনারোর আইনজীবীরা জানিয়েছে, তারা এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন। তাদের দাবি, রিও ডি জেনিরোতে এক বিক্ষোভে বলসোনারো তার ছেলের ফোনে প্রচারিত একটি ছোট বার্তায় শুধু বলেন, ‘শুভ অপরাহ্ণ, কপাকাবানা, শুভ অপরাহ্ণ আমার ব্রাজিল… এটি আমাদের স্বাধীনতার জন্য।’ আইনজীবীদের মতে, এতে কোনো শর্ত লঙ্ঘন হয়নি।
ট্রাম্পের হস্তক্ষেপ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া
এই মামলায় নতুন মাত্রা যোগ হয়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলসোনারোর বিচারকে ‘উইচ হান্ট’ (নিপীড়নমূলক অভিযান) বলে মন্তব্য করেন এবং ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। ট্রাম্পের মন্তব্যে ব্রাজিলের রাজনীতি জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, এমনকি বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সরকারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।
এদিন আদালতের রায়ের পরপরই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার অ্যাফেয়ার্স ব্যুরো এক্স-এ বলসোনারোর গৃহবন্দির সমালোচনা করে এবং বিচারপতি ডি মোরায়েসের বিরুদ্ধে অবস্থান নেয়। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র: এপি, ইউএনবি
বিজনেস আওয়ার/ ০৫ আগস্ট / হাসান