1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
নগদ লভ্যাংশ নেবে না ৩১ কোম্পানির উদ্যোক্তা/পরিচালকেরা, বোনাসে আপত্তি নেই
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

নগদ লভ্যাংশ নেবে না ৩১ কোম্পানির উদ্যোক্তা/পরিচালকেরা, বোনাসে আপত্তি নেই

রেজোয়ান আহমেদ
  • পোস্ট হয়েছে : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
print sharing button

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলোতে পরিচালকদের বিনিয়োগ থাকলেও, তারা নগদ লভ্যাংশ নেবে না। তবে বোনাস শেয়ারে আপত্তি নেই।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো থেকে উদ্যোক্তা/পরিচালকেরা বিভিন্নভাবে সুবিধা নেন, এ অভিযোগ অনেক আগের। তারা নিজেদের বাসার জন্য বাজার, কাজের বুয়ার বেতনসহ বিভিন্ন সুবিধা নিয়ে থাকেন। যে কারনে নগদ লভ্যাংশ ছাড় দিতে তাদের খুব একটা অসুবিধা হয় না বলে বিনিয়োগকারীদের অভিযোগ।

এছাড়া এ বছর থেকে নগদ লভ্যাংশ প্রদানের কড়াকড়ি রয়েছে। কিন্তু করোনার কারনে সব কোম্পানির নগদ লভ্যাংশ দেওয়ার সক্ষমতা নেই। যে কারনে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দেওয়া হচ্ছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন বিজনেস আওয়ারকে বলেন, সক্ষমতা না থাকায় এবছর অনেক কোম্পানির পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এটাও করত না, যদি নগদ লভ্যাংশ প্রদানে বাধ্যবাধকতা না থাকত। শুধুমাত্র বোনাস শেয়ার দিয়েই ক্যাটাগরি ধরে রাখার চেষ্টা করত।

দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় ৩১ কোম্পানির পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ১৩ কোম্পানির পর্ষদ বোনাস শেয়ারও ঘোষণা করেছে। উদ্যোক্তা/পরিচালকেরা ওই ৩১ কোম্পানির নগদ লভ্যাংশ না নিলেও সবাই বোনাস শেয়ার নেবেন।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান বিজনেস আওয়ারকে বলেন, গত বছর লভ্যাংশ দিতে পারি নাই। এ বছর রিজার্ভ থেকে ঘোষণা দিয়েছি। পরিচালকদের আয়ের অন্যান্য কোম্পানি আছে, তাই করোনার কথা মাথায় রেখে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছি। আমাদেরকে তো সবার আগে তাদের স্বার্থই দেখতে হয়।

মুন্নু সিরামিকের সচিব নাসির উদ্দিন বিজনেস আওয়ারকে বলেন, করোনা মহামারির কারনে এ বছর ব্যবসায় মুনাফা কম হয়েছে। যে কারনে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশের সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। এছাড়া করোনার মধ্যে আর্থিক প্রয়োজনের কথা চিন্তা করতে হয়েছে।

নিম্নে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নামলভ্যাংশের হার
বসুন্ধরা পেপার১০% নগদ
সিলকো ফার্মা১০% নগদ
গ্লোবাল হেভি কেমিক্যাল৫% নগদ
কপারটেক২.৫০% নগদ
সী পার্ল১% নগদ
মেট্রো স্পিনিং২% নগদ
দেশবন্ধু পলিমার৫% নগদ
ইউনিক হোটেল১০% নগদ
আনলিমা ইয়ার্ন২% নগদ
এইচআর টেক্সটাইল১০% নগদ
খুলনা প্রিন্টিং০.২৫% নগদ
আজিজ পাইপস১% নগদ
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ৫% নগদ
নর্দার্ণ জুট৫% নগদ
হামিদ ফেব্রিক্স১০% নগদ
খান ব্রাদার্স২% নগদ
এসকে ট্রিমস১৫% নগদ
স্ট্যান্ডার্ড সিরামিক১% নগদ
মুন্নু সিরামিক৫% নগদ ও ৫% বোনাস
ন্যাশনাল ফিড২% নগদ ও ৮% বোনাস
ভিএফএস থ্রেড৩% নগদ ও ৩% বোনাস
কুইন সাউথ টেক্সটাইল৮% নগদ ও ৮% বোনাস
নিউ লাইন ক্লোথিংস৫% নগদ ও ৫% বোনাস
ইফাদ অটোস৯% নগদ ও ২% বোনাস
ডরিন পাওয়ার১০% নগদ ও ১০% বোনাস
প্যারামাউন্ট টেক্সটাইল১৫% নগদ ও ৫% বোনাস
ইন্ট্রাকো রিফুয়েলিং৫% নগদ ও ৫% বোনাস
এসোসিয়েটেড অক্সিজেন২% নগদ ও ৮% বোনাস
ইন্দোবাংলা ফার্মা৪.৫% নগদ ও ২% বোনাস
কাট্টলি টেক্সটাইল২% নগদ ও ৮% বোনাস
আইটি কনসালটেন্টস৫% নগদ ও ৫% বোনাস

আরও পড়ুন……
২৫ টাকা ইস্যু মূল্যের বেঙ্গল উইন্ডসোরের ‘নো’ ডিভিডেন্ড
ওষুধ কোম্পানি হয়েও করোনায় সেন্ট্রাল ফার্মার বড় লোকসান
এক্সপ্রেস ইন্স্যুরেন্স নিয়ে বিএসইসির কঠোর অবস্থান, কি পেল বিনিয়োগকারীরা!
রাইটে বড় অর্থ সংগ্রহের পরেও জিপিএইচ ইস্পাতের নিয়মিত বোনাস শেয়ার ঘোষণা
গোল্ডেন হার্ভেস্টের রাইটে ৯০ কোটি টাকা সংগ্রহের বছর পার না হতেই ‘নো’ ডিভিডেন্ড
শেয়ারবাজারে উচ্চ মূল্যে শেয়ার ইস্যুর পর থেকেই তসরিফার মুনাফা নিম্নমুখী, এবার বড় লোকসান

এসিআইয়ের একক ব্যবসায় ১৭২ কোটি টাকা মুনাফা হলেও সাবসিডিয়ারিতে লোকসানে ডুবছে

লভ্যাংশ কি, এ বছর তা দেখিয়ে দিয়েছে খুলনা প্রিন্টিং

১৩ কোম্পানির নগদের চেয়ে বোনাস বেশি, দিতে হবে অতিরিক্ত ১০.৮৮ কোটি টাকার ট্যাক্স

৮০ টাকা কাট-অফ প্রাইসের বসুন্ধরার ১ টাকা লভ্যাংশ ঘোষণা

বিজনেস আওয়ার/১১ নভেম্বর, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ