বিনোদন ডেস্ক : ‘অপরাশেন সুন্দরবন’ ছবিতে রীতিমত তারকার হাট বসিয়েছেন নির্মাতা দীপঙ্কর দীপন। তার ছবিটিতে কাজ করেছেন রিয়াজ, সিয়াম, রোশান, নুসরাত ফারিয়া, তাসকিন রহমান, মনোজ প্রামাণিকের মতো শিল্পীরা। সঙ্গে কলকাতার ক্রেজ দর্শনা বণিক। দারুণ এক গল্পকে উপজীব্য করে এই সিনেমার শুটিং এরইমধ্যে শেষ করেছেন দীপন।
তিন মাসের মধ্যে শুটিং-সম্পাদনা শেষ করে প্রেক্ষাগৃহে তোলার চূড়ান্ত পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলেন দীপংকর দীপন। তার সঙ্গে পূর্ণ সমর্থন-সহযোগিতা ছিলো র্যাব ওয়েলফেয়ার সোসাইটির। কিন্তু সেই কাজ যথাসময়ে শুরু হলেও শেষ হতে সময় লাগলো টানা ১১ মাস! দীর্ঘ সময়ে শুটিং হয়েছে মাত্র ৪১ দিন।
এবার নির্মাতা ঘোষণা দিলেন মুক্তির তারিখ। তিনি বলেন, সব ঠিক থাকলে স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে ২৬ মার্চ হলে আসবে ‘অপারেশন সুন্দরবন’। তারমানে পুরো তিন বছর এই ছবির পেছনে গেছে আমার। ছবিটি দর্শকের মন ভরাতে পারলেই সব শ্রম সফল।
জলদস্যু ও বনদস্যুমুক্ত সুন্দরবনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত ছবিটির প্রযোজক র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি। ছবির শুটিংয়ে প্রায় ১০০ জন অভিনয়শিল্পী অংশ নিয়েছেন। এরমধ্যে ৩০ জন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য। আর ছবির পেছনে কাজ করছেন ১ হাজার ৩০০ জন কুশলী।
বিজনেস আওয়ার/১১ নভেম্বর, ২০২০/এ