স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণের কারণে মনে হচ্ছিল এ বছর বুঝি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হবেই না। কিন্তু আইসিসি বিশ্বকাপ স্থগিত হতেই নড়েচড়ে বসে বিসিসিআই। শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে শেষ হলো এবারের আসর।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ফাইনালে দিল্লি ক্যাপিট্যালসকে ৫ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ান্স। এবার নিয়ে ৫ম বারের মতো ট্রফি পেলো তারা। ফাইনাল ম্যাচে দেওয়া হয়েছে ৫১ কোটি ৩ লাখ রুপির অর্থ পুরস্কার। যেখানে ২০ কোটি পেয়েছে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। প্রথমবার আইপিএল রানার্সআপ হওয়া দিল্লি পেয়েছে সাড়ে ১২ কোটি রুপি।
চলুন দেখে নেই এক নজরে কে কী পেল-
চ্যাম্পিয়ন- মুম্বাই ইন্ডিয়ান্স (২০ কোটি রুপি)
রানার্সআপ- দিল্লি ক্যাপিট্যালস (১২.৫০ কোটি রুপি)
তৃতীয় স্থান- সানরাইজার্স হায়দরাবাদ (৮.৭৫ কোটি রুপি)
চতুর্থ স্থান- রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (৮.৭৫ কোটি রুপি)
ম্যান অব দ্য ফাইনাল- ট্রেন্ট বোল্ট (৫ লাখ রুপি)
ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন- দেবদূত পাড্ডিকাল (১০ লাখ রুপি)
ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সিজন- জোফরা আর্চার (১০ লাখ রুপি)
গেমচেঞ্জার অব দ্য সিজন- লোকেশ রাহুল (১০ লাখ রুপি)
সুপারস্ট্রাইকার অব দ্য সিজন- কাইরন পোলার্ড (১০ লাখ রুপি)
সর্বোচ্চ ছক্কা- ইশান কিশান (১০ লাখ রুপি)
পাওয়ারপ্লেয়ার অব দ্য সিজন- ট্রেন্ট বোল্ট (১০ লাখ রুপি)
পার্পল ক্যাপ উইনার- কাগিসো রাবাদা (১০ লাখ রুপি)
অরেঞ্জ ক্যাপ উইনার- লোকেশ রাহুল (১০ লাখ রুপি)
ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড- মুম্বাই ইন্ডিয়ান্স
বিজনেস আওয়ার/১১ নভেম্বর, ২০২০/এ