ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

একীভূতকরণে সমর্থনের কথা জানাল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

  • পোস্ট হয়েছে : ৮ মিনিট আগে
  • 2

বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি ব্যাংকের একীভূতকরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এ বিষয়ে গত মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এক বৈঠকে ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান নিজেদের সমর্থনের কথা জানান। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. কবির আহমেদসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক ঘোষিত একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ধারাবাহিকভাবে ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক চলছে। গত মঙ্গলবার ছিল তৃতীয় দিনের বৈঠক। এর আগে রোববার এক্সিম ব্যাংক এবং সোমবার সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠকের কথা থাকলেও গভর্নরের অসুস্থতার কারণে তা স্থগিত হয়ে যায়। বুধবার ইউনিয়ন ব্যাংক এবং বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। স্থগিত হওয়া বৈঠক দুটির নতুন সময়সূচি পরে জানানো হবে।

বৈঠক শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, “বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে আমাদের কোনো দ্বিমত নেই। আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশ ব্যাংক দেখভাল করবে।”

তিনি আরও জানান, ব্যাংকটির বর্তমান সংকটের অন্যতম প্রধান কারণ হলো বেনামি ঋণ। তার ভাষ্যমতে, “ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ বেনামে প্রায় ৩৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। নিজের নামে অর্থ নেওয়া সম্ভব না হওয়ায় বেনামি ঋণের আশ্রয় নেওয়া হয়েছে। সেই টাকা ফেরত না আসায় ব্যাংকটির এই বিপর্যয়।”

সংশ্লিষ্টরা মনে করছেন, পাঁচ ব্যাংকের মধ্যে একীভূতকরণ প্রক্রিয়া শুরু হওয়ায় ব্যাংক খাতের ঝুঁকি কমবে এবং আমানতকারীদের আস্থা ফিরবে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সরাসরি সমর্থন এই উদ্যোগকে আরও গতি দেবে বলে আশা করা হচ্ছে।

বিজনেস আওয়ার/০৩ সেপ্টেম্বর / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

স্পনসর ছাড়াই এশিয়া কাপ খেলতে যাচ্ছে ভারত, বড় আর্থিক ক্ষতির শঙ্কা

একীভূতকরণে সমর্থনের কথা জানাল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

পোস্ট হয়েছে : ৮ মিনিট আগে

বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি ব্যাংকের একীভূতকরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এ বিষয়ে গত মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এক বৈঠকে ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান নিজেদের সমর্থনের কথা জানান। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. কবির আহমেদসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক ঘোষিত একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ধারাবাহিকভাবে ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক চলছে। গত মঙ্গলবার ছিল তৃতীয় দিনের বৈঠক। এর আগে রোববার এক্সিম ব্যাংক এবং সোমবার সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠকের কথা থাকলেও গভর্নরের অসুস্থতার কারণে তা স্থগিত হয়ে যায়। বুধবার ইউনিয়ন ব্যাংক এবং বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। স্থগিত হওয়া বৈঠক দুটির নতুন সময়সূচি পরে জানানো হবে।

বৈঠক শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, “বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে আমাদের কোনো দ্বিমত নেই। আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশ ব্যাংক দেখভাল করবে।”

তিনি আরও জানান, ব্যাংকটির বর্তমান সংকটের অন্যতম প্রধান কারণ হলো বেনামি ঋণ। তার ভাষ্যমতে, “ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ বেনামে প্রায় ৩৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। নিজের নামে অর্থ নেওয়া সম্ভব না হওয়ায় বেনামি ঋণের আশ্রয় নেওয়া হয়েছে। সেই টাকা ফেরত না আসায় ব্যাংকটির এই বিপর্যয়।”

সংশ্লিষ্টরা মনে করছেন, পাঁচ ব্যাংকের মধ্যে একীভূতকরণ প্রক্রিয়া শুরু হওয়ায় ব্যাংক খাতের ঝুঁকি কমবে এবং আমানতকারীদের আস্থা ফিরবে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সরাসরি সমর্থন এই উদ্যোগকে আরও গতি দেবে বলে আশা করা হচ্ছে।

বিজনেস আওয়ার/০৩ সেপ্টেম্বর / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: