বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেন শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই।
জানা গেছে,জিকিউ বলপেন শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য,জিকিউ বলপেন ৩ আগস্ট শেয়ার দর ছিল ২২৫ টাকা ৫০ পয়সায়। আর ২৮ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ৫৯৬ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ ১৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৩৭১ টাকা ২০ পয়সা ।
বিজনেস আওয়ার/ ২৯ সেপ্টেম্বর / এ এইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: