1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
অ্যান্ডোরার গোলে পর্তুগালের গোল উৎসব
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

অ্যান্ডোরার গোলে পর্তুগালের গোল উৎসব

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
print sharing button

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগের ম্যাচে মাঠে নামার আগে প্রস্তুতিটা বেশ ভালো হলো পর্তুগালের। এদিন পর্তুগাল অ্যান্ডোরার জালে গোল উৎসব করেছে। গুনে গুনে সাতবার বল পাঠিয়েছে তাদের জালে। আক্ষরিক অর্থেই নিজেদের ঘরের মাঠে হওয়া ম্যাচটিতে অ্যান্ডোরাকে নিয়ে ছেলেখেলা করেছে পর্তুগাল।

পুরো ম্যাচে একবারও আক্রমণে উঠতে পারেনি অ্যান্ডোরা, লক্ষ্য বরাবর শটের তো প্রশ্নই আসে না। ম্যাচের মাত্র ৮ মিনিটের সময় দলকে এগিয়ে দেন পেদ্রো নেতো, এসিস্ট ছিল সার্জিও অলিভেইরার। দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয় ২৯ মিনিট পর্যন্ত। নেলসন সেমেদুর এসিস্টে জাল কাঁপান পাওলিনহো। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে নামার আগে নিজেদের একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন পর্তুগাল কোচ। অলিভেইরার বদলে নামানো হয় বার্নার্দো সিলভাকে, পেদ্রো নেতোর বদলে আসেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে নেমে মাত্র ১১ মিনিট সময় নেন রোনালদো। তার এসিস্টে ম্যাচের তৃতীয় গোলটি করেন রেনাতো সানচেজ। মিনিট পাঁচেক পর নিজের দ্বিতীয় ও ম্যাচের চতুর্থ গোল করেন পাওলিনহো।

ইতোমধ্যে ৪ গোলে পিছিয়ে যাওয়া অ্যান্ডোরার দুঃখ-দুর্দশা আরও বেড়ে যায় ৭৬ মিনিটে। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই ঢুকিয়ে দেন এমিলি গার্সিয়া। শেষের দশ মিনিটে আরও দুই গোল করে পর্তুগাল। স্কোরশিটে নাম তোলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও হোয়াও ফেলিক্স।

বিজনেস আওয়ার/১২ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ