বিজনেস আওয়ার প্রতিবেদক :দেশে পরিচালিত ৭৮টি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানি ২০২০ সালের এপ্রিল-জুন প্রান্তিকে সরকারকে প্রায় ৪১৮ কোটি টাকা দিয়েছে। করপোরেট ট্যাক্স, ভ্যাট, টিডিএস, ভিডিএস এবং স্ট্যাম্প ডিউটি মাধ্যমে এই পরিমাণ অর্থাৎ সরকারকে দিয়েছে কোম্পানিগুলো। সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে সরকারি-বেসরকারি ৩২টি লাইফ বীমা কোম্পানি ১২৩ কোটি ৭৮ লাখ টাকা জমা দিয়েছে সরকারি কোষাগারে। এর মধ্যে রয়েছে ৮২ কোটি ৭০ লাখ টাকা করপোরেট ট্যাক্স, ২ কোটি ৫৬ লাখ টাকা ভ্যাট, ৩১ কোটি ৪৪ লাখ টাকা টিডিএস (ট্যাক্স ডিডাক্টেট অ্যাট সোর্স), ৭ কোটি ৮ লাখ টাকা ভিডিএস (ভ্যাট ডিডাক্টেট অ্যাট সোর্স) ।
একই সময়ে ৪৬টি সরকারি-বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানি সরকারি কোষাগারে ২৯৪ কোটি ৩ লাখ টাকা জমা দিয়েছে। এর মধ্যে রয়েছে ১৮৩ কোটি ৩০ লাখ টাকা করপোরেট ট্যাক্স, ৭৩ কোটি ৭৩ লাখ টাকা ভ্যাট, ১৩ কোটি ১০ লাখ টাকা টিডিএস, ৩ কোটি ৪৫ লাখ টাকা ভিডিএস এবং ২০ কোটি ৪৫ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি।
এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে ৭৮টি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির করপোরেট ট্যাক্স, ভ্যাট, টিডিএস, ভিডিএস এবং স্ট্যাম্প ডিউটি খাতে রাষ্ট্রের কোষাগারে ৪৭১ কোটি ৮২ লাখ টাকা জমা দিয়েছিল। এর মধ্যে লাইফ বীমা কোম্পানিগুলো জমা দিয়েছিল ১৩৫ কোটি ৩৬ লাখ টাকা এবং নন-লাইফ বীমা কোম্পানিগুলো ৩৩৬ কোটি ৪৬ লাখ টাকা জমা দিয়েছিল।
বিজনেস আওয়ার/১২ নভেম্বর, ২০২০/এস